জাপান, জার্মানিকে পিছনে ফেলে ২০২৭ সালের মধ্যে বিশ্বের তৃতীয় অর্থনীতির দেশ হবে ভারত
কলকাতা ট্রিবিউন ডেস্ক: মাত্র ৪ বছরের মধ্যে বিশ্ব অর্থনীতিতে তৃতীয় স্থান দখল করতে চলেছে ভারত (Indian Economy)। ২০২৭ সালের মধ্যে জাপান, জার্মানিকে পিছনে ফেলে দেবে ভারত। এমনটাই জানালো ভারতের সবথেকে বড় সরকারি ব্যাঙ্ক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বা SBI.
দিনকয়েক আগে ভারতের আর্থিক বিকাশ (Indian Economic Growth) সম্পর্কে বড় আশার কথা জানিয়েছিল বিশ্বের সবথেকে বড় বিনিয়োগকারী ব্যাঙ্ক গোল্ডম্যান স্যাক্স (Goldman Sachs)। গোল্ডম্যান স্যাক্স বলেছে, ২০৭৫ সালের মধ্যে আমেরিকাকে পিছনে ফেলে ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে। এদিকে, এক ব্রিটিশ এমপি দাবি করেছেন, ২০৬০ সালের মধ্যে চিনকে টপকে ভারত বিশ্বের বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে।
উল্লেখ্য, এর আগে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জানিয়েছিল ২০২৯ সালের মধ্যে বিশ্বের তৃতীয় অর্থনীতির দেশ হবে ভারত। এবার তারা জানালো, ২০২৭ সালের মধ্যে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে ভারত।
স্টেট ব্যাঙ্ক বলছে, হঠাৎ করে এই আর্থিক উন্নতি হয়নি ভারতের। ২০১৪ সাল থেকেই উন্নতির লক্ষ্যে বীজ বোনা শুরু হয়েছিল। বর্তমানে ভারত তার সুফল পাচ্ছে। ২০২৩-২৪ সালে ভারতের জিডিপি বৃদ্ধির হার ৬.৫ শতাংশ হবে আশা করছেন বাজার বিশেষজ্ঞরা। গোটা বিশ্বে মন্দার সময়ে তুলনামূলকভাবে ভালো পরিস্থিতিতে রয়েছে ভারত।
SBI জানিয়েছে, ২০২৩-২৪ অর্থবর্ষে বছরের প্রথম ত্রৈমাসিকে ভারতে GDP বৃদ্ধির হার হবে ৮.১ শতাংশ। এছাড়া ভারতের এখন ৬.৫ শতাংশ থেকে ৭.০ শতাংশ বৃদ্ধির হার খুবই স্বাভাবিক বিষয়।
প্রসঙ্গত, বর্তমানে ভারতের জিডিপি প্রায় ৩.৫ ট্রিলিয়ন ডলার। প্রথম স্থানে থাকা আমেরিকার প্রায় ২৬ ট্রিলিয়ন ডলার। চিনের প্রায় ২০ ট্রিলিয়ন ডলার।