Sunday, September 15, 2024
দেশ

এবার আগ্রার জামা মসজিদ মেট্রো স্টেশনের নাম পরিবর্তন করে ‘মানকামেশ্বর মন্দির’ করে দিল যোগী সরকার

কলকাতা ট্রিবিউন ডেস্ক: যোগীরাজ্য উত্তরপ্রদেশে ফের নামবদল। এবার আগ্রার জামা মসজিদ মেট্রো স্টেশনের (Jama Masjid metro station) নাম পরিবর্তন করে ‘মানকামেশ্বর মন্দির’ করে দিল যোগী আদিত্যনাথ প্রশাসন। মনে করা হচ্ছে, আসন্ন লোকসভা নির্বাচনে মাইলেজ পেতে বিজেপি সরকার নাম পরিবর্তনের ধারা জারি রাখবে।

বুধবার মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ফতেহাবাদের তাজ ইস্ট গেট মেট্রো স্টেশনে আগ্রা মেট্রোর হাই-স্পিড ট্রায়াল রানের পতাকা দেখান। মুখ্যমন্ত্রী সাফ জানিয়েছেন, জামা মসজিদ মেট্রো স্টেশনের নাম হবে মানকামেশ্বর মন্দির স্টেশন। এই লাইনের মেট্রো পরিষেবা ২০২৪ সালের মধ্যে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে।

এদিকে, জামা মসজিদ মেট্রো স্টেশনের নাম পরিবর্তন করা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। এ প্রসঙ্গে আগ্রায় আরটিআই কর্মী নরেশ পারস বলেন, “যেকোনো শহর, মেট্রো বা বাসস্ট্যান্ডের নাম পরিবর্তনের জন্য একটি কমিটি গঠন করা উচিত। কমিটির অনুমতি নিয়েই নাম পরিবর্তন করতে হবে। কিন্তু ক্ষমতাসীন বিজেপি সরকার যেভাবে নাম পরিবর্তন করে চলেছে, তাতে বিতর্ক তৈরি হয়েছে।”

এই সিদ্ধান্তকে ‘নাম পরিবর্তনের রাজনীতি’ বলে উল্লেখ করে পারস আরও বলেন, ‘বিএসপি (বহুজন সমাজ পার্টি) সরকার তার মেয়াদে অনেক জেলার নাম পরিবর্তন করেছিল, তারপরে নতুন সরকার সেগুলি ফের বদলে দিয়েছে। উভয় সরকারই রাজনৈতিক সুবিধার জন্য এটি করেছে। এতে সাধারণ জনগণের ভোগান্তি হচ্ছে।’

উল্লেখ্য, এর আগে ২০১৮ সালে যোগী আদিত্যনাথের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এলাহাবাদের নাম পরিবর্তন করে প্রয়াগরাজ করে দেওয়া হয়েছে। 

বিজেপি সরকার সূত্রে খবর, গত এক বছর ধরে মসজিদ মেট্রো স্টেশনের নাম পরিবর্তনের দাবি উঠেছে। এর আগে ডেপুটি সিএম কেশব প্রসাদ মৌর্যও জামা মসজিদ স্টেশনের নাম পরিবর্তন করে মানকামেশ্বর মন্দির (Mankameshwar Mandir Station) করার আশ্বাস দিয়েছিলেন। সম্প্রতি মথুরায় থাকাকালীন মুখ্যমন্ত্রীর কাছে জামা মসজিদের নাম পরিবর্তনের জন্য একটি স্মারকলিপিও হস্তান্তর করা হয়েছিল। 

নামবদল প্রসঙ্গে আগ্রায় ভারতীয় মুসলিম বিকাশ পরিষদের চেয়ারম্যান সামি আঘাই বলেন, “কেউ জামা মসজিদ মেট্রোর নামবদলের দাবি জানায়নি; এটি আগ্রা মেট্রো নিজেই প্রস্তাব করেছিল। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বুধবার, তাঁর ভাষণে মসজিদ মেট্রো নাম বদলে মানকামেশ্বর মেট্রো করার ঘোষণা দেন। তবে মসজিদ মেট্রো স্টেশনের নামকরণ করা উচিত ছিল বিআর আম্বেদকরের নামে। দলিত আন্দোলনকারীদের একটি অংশ দীর্ঘদিন ধরে এই দাবি করে আসছিল।”

সামি আঘাই বলেন, “তিনি কখনও কোনও মেট্রো/রেলওয়ে স্টেশন বা বাস স্ট্যান্ড দেখেননি যে কোনও ধর্মীয় স্থানের নামে নামকরণ করা হয়েছে! এটি সর্বদা মহাপুরুষ বা মুক্তিযোদ্ধার নামে করা হয়। তবে বর্তমানে রাজনীতির কারণে এমনটা করা হচ্ছে।”