S-400 Missile : রাশিয়ার থেকে আরও এস-৪০০ কিনতে চাইছে ভারত
কলকাতা ট্রিবিউন ডেস্ক: পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা রুখে দিয়েছিল এস-৪০০ এয়ার ডিফেন্স সিস্টেম। পহেলগাম হামলার পর শুরু হওয়া ‘অপারেশন সিঁদুর’-এ ভারতীয় সেনার এই প্রতিরক্ষা ব্যবস্থা একাধিক পাকিস্তানি ক্ষেপণাস্ত্র সফলভাবে ধ্বংস করে দেয়।
২০১৮ সালে রাশিয়ার সঙ্গে প্রায় ৩৫,০০০ কোটি টাকার চুক্তিতে ৫টি এস-৪০০ সিস্টেম কেনে ভারত। ইতিমধ্যেই কিছু ইউনিট মোতায়েন করা হয়েছে সীমান্তবর্তী অঞ্চলে। পহেলগাম-পরবর্তী সংঘাতের সময় এই সিস্টেম ব্যবহার করেই পাকিস্তানের একাধিক আক্রমণ প্রতিহত করা হয়। এর ফলে দেশের আকাশসীমা নিরাপদ রাখতে সক্ষম হয় ভারতীয় সেনা।
সামরিক সূত্রের দাবি, এই সফলতার পর আরও নতুন এস-৪০০ ইউনিট কেনার পরিকল্পনা করছে ভারত। পাশাপাশি, ইতিমধ্যেই মোতায়েন করা এস-৪০০ স্কোয়াড্রনগুলির জন্য ১০,০০০ কোটির ক্ষেপণাস্ত্র সরবরাহের বিষয়ে রাশিয়ার সঙ্গে চূড়ান্ত আলোচনাও চলছে।
প্রতিরক্ষা মন্ত্রকের সূত্রে জানা গিয়েছে, আগামী বৃহস্পতিবার প্রতিরক্ষা মন্ত্রকের এক উচ্চস্তরীয় বৈঠকে এই প্রস্তাবটি অনুমোদনের জন্য পেশ করা হতে পারে। অনুমোদন মিললে চুক্তি স্বাক্ষরের প্রক্রিয়া দ্রুত শুরু হতে পারে।
প্রসঙ্গত, এস-৪০০ সিস্টেম বিশ্বের অন্যতম আধুনিক এয়ার ডিফেন্স প্রযুক্তি, যা একসঙ্গে ৩০০ কিলোমিটার দূরত্বের টার্গেটেও আঘাত হানতে সক্ষম। এটি যেকোনও যুদ্ধবিমান, ড্রোন বা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকে ভূপাতিত করতে পারে।
ভারতের প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, পাকিস্তান ও চিনের বাড়তে থাকা সামরিক আগ্রাসনের মুখে এস-৪০০ সিস্টেম ভারতের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও দৃঢ় করেছে। ভবিষ্যতে এই সিস্টেমের সংখ্যা বাড়ানো হলে ভারতের আকাশসীমা আরও নিরাপদ হবে।


