Tuesday, November 18, 2025
Latestদেশ

৬৩ হাজার কোটি টাকায় ২৬টি রাফাল মেরিন যুদ্ধবিমান কিনছে ভারত

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ভারতের প্রতিরক্ষা শক্তি আরও এক ধাপ এগোতে চলেছে। ভারতীয় নৌবাহিনীর আধুনিকীকরণে বড়সড় পদক্ষেপ হিসাবে ফ্রান্স থেকে ২৬টি রাফাল মেরিন ফাইটার এয়ারক্রাফ্ট কিনতে কেন্দ্রীয় সরকার ছাড়পত্র দিয়েছে। সরকারি সূত্রের বরাতে এই খবর জানিয়েছে সংবাদ সংস্থা এএনআই। জানা গিয়েছে, খুব শীঘ্রই ভারত এবং ফ্রান্সের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হবে।

প্রায় ৬৩ হাজার কোটি টাকার এই প্রতিরক্ষা চুক্তির আওতায় ২২টি সিঙ্গল-সিটার এবং ৪টি টুইন-সিটার রাফাল মেরিন যুদ্ধবিমান ভারতের হাতে আসবে। শুধুমাত্র যুদ্ধবিমান কেনাই নয়, এই চুক্তিতে লজিস্টিক সাপোর্ট, রক্ষণাবেক্ষণ ও নৌসেনার কর্মীদের উপযুক্ত প্রশিক্ষণের ব্যবস্থাও অন্তর্ভুক্ত থাকবে।

সূত্রের খবর, চুক্তি স্বাক্ষরের অন্তত চার বছর পর যুদ্ধবিমান সরবরাহ শুরু হবে। অর্থাৎ, ২০২৯ সাল নাগাদ প্রথম ব্যাচের রাফাল মেরিন যুদ্ধবিমান এসে পৌঁছাবে ভারতে। আশা করা যাচ্ছে, ২০৩১ সালের মধ্যে সবক’টি যুদ্ধবিমান ভারতীয় নৌবাহিনীর হাতে চলে আসবে।

এই অত্যাধুনিক যুদ্ধবিমান মোতায়েন করা হবে দেশের দুটি এয়ারক্রাফ্ট ক্যারিয়ার — আইএনএস বিক্রমাদিত্য এবং আইএনএস বিক্রান্তে। বর্তমানে এই দুই জাহাজে রাশিয়া নির্মিত মিগ-২৯কে যুদ্ধবিমান ব্যবহৃত হচ্ছে, যা ধীরে ধীরে সরিয়ে জায়গা নেবে নতুন রাফাল মেরিন ফাইটার জেট।

উল্লেখ্য, এর আগে ভারতীয় বায়ুসেনার জন্য ৩৬টি রাফাল যুদ্ধবিমান ফ্রান্স থেকে কেনা হয়েছিল। এবার সেই পথ অনুসরণ করেই নৌসেনার জন্য রাফাল মেরিন কেনা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, এই চুক্তি ভারতীয় নৌসেনার সক্ষমতা বহুগুণ বাড়াবে এবং ভবিষ্যতের সমুদ্র প্রতিরক্ষা কৌশলে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।