Tuesday, October 7, 2025
Latestআন্তর্জাতিক

ইসরায়েলের ৪৭ পণবন্দির ‘শেষ ছবি’ প্রকাশ করলো জঙ্গিগোষ্ঠী হামাস

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ইজরায়েলের বিরুদ্ধে চাপ সৃষ্টি করতে ‘মাইন্ড গেম’ শুরু করেছে হামাস। সম্প্রতি প্যালেস্টাইনের সশস্ত্র সংগঠনটির শাখা আল-কাসসাম ব্রিগেড প্রকাশ করেছে ৪৭ জন পণবন্দির ছবি। তবে ছবিগুলির নিচে একটিই নাম দেওয়া হয়েছে— রন অরাদ।

এই নাম ইজরায়েলের কাছে এক গভীর বেদনা ও কূটনৈতিক ব্যর্থতার প্রতীক। অরাদ ছিলেন ইজরায়েলি বায়ুসেনার ক্যাপ্টেন, যিনি ১৯৮৬ সালে লেবাননে আমাল আন্দোলনের সময় বন্দি হন। পরবর্তীতে তাঁকে হস্তান্তর করা হয় হেজবোল্লার কাছে। ইজরায়েলি কূটনীতি, এমনকি মোসাদের তৎপরতাও তাঁকে আর ফেরাতে পারেনি। ১৯৮৭ সালে অরাদের লেখা কিছু চিঠি ও দুটি ছবি প্রকাশ পেলেও তার পর থেকে তাঁর আর কোনও খোঁজ মেলেনি। আজও তিনি নিখোঁজ।

হামাসের তরফে ৪৭ জন পণবন্দির ছবির নিচে রন অরাদের নাম লেখা আসলে এক স্পষ্ট বার্তা— এই বন্দিদের ভবিষ্যৎও হতে পারে সেই নিখোঁজ পাইলটের মতোই। হামাস সরাসরি হুঁশিয়ারি দিয়েছে, নেতানিয়াহুর সিদ্ধান্ত ও গাজার সামরিক অভিযানের কারণে বন্দিদের মৃত্যু অবশ্যম্ভাবী।

সংগঠনটির বিবৃতিতে বলা হয়েছে, “নেতানিয়াহুর জেদ এবং সেনাপ্রধানের গাজা অভিযানই এই বন্দিদের মৃত্যুর দায়ী হবে।” ঠিক এমন সময়ে এই বার্তা সামনে আনা হয়েছে, যখন ইজরায়েলি সেনা গাজায় চূড়ান্ত সামরিক অভিযান চালাচ্ছে। লক্ষ লক্ষ সাধারণ মানুষ ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছে, আর মৃতের সংখ্যা প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে।

ছবিগুলি প্রকাশ্যে আসতেই ইজরায়েলজুড়ে শোরগোল পড়ে গিয়েছে। বন্দিদের পরিবারের সদস্যরা সরকারের কাছে আবেদন জানিয়েছেন অবিলম্বে তাঁদের মুক্তির ব্যবস্থা করতে এবং প্যালেস্টাইনের সঙ্গে যুদ্ধবিরতির পথে এগোতে।

পর্যবেক্ষকদের মতে, হামাসের এই কৌশল নিছক মনস্তাত্ত্বিক চাপ তৈরি করার চেষ্টা। ৭ অক্টোবরের হামলার পর ইজরায়েলের হাতে সরাসরি সামরিক সুবিধা গেলেও, হামাস এবার বন্দিদের ‘শেষ ছবি’ সামনে এনে ইজরায়েলি সমাজে ভয়ের পরিবেশ তৈরি করতে চাইছে।