Monday, November 17, 2025
দেশ

মাত্র ১ টাকার বিনিময়ে খাবারের ব্যবস্থা করলেন গম্ভীর গম্ভীর

নয়াদিল্লি: দুপুরে মাত্র ১ টাকায় ভরপুর খাবারের ব্যবস্থা করলেন প্রাক্তন তারকা ক্রিকেটার তথা বিজেপি সাংসদ গৌতম গম্ভীর। বৃহস্পতিবার দিল্লির গান্ধীনগরে (Gandhi Nagar) কমিউনিটি কিচেনের উদ্বোধন করেন তিনি। এই কিচেনেই দুস্থদের জন্য মাত্র ১ টাকার বিনিময়ে খাবারের ব্যবস্থা করল গৌতম গম্ভীরের নিজস্ব ফাউন্ডেশন।

একসময় বাইশ গজে ব্যাট হাতে প্রতিপক্ষ বোলারদের শাসন করতেন বিশ্বকাপজয়ী গম্ভীর। ক্রিকেট থেকে অবসরের পর রাজনীতিতে যোগ দিয়েছেন তিনি। পাশাপাশি, ক্রিকেট বিশ্লেষকও। তবে সবচেয়ে বড় পরিচয় মানবতার সেবায় নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন। দুস্থদের জন্য এক টাকার বিনিময়ে খাবারের ব্যবস্থা করেছেন তিনি।

তাঁর নিজস্ব ফাউন্ডেশনের দৌঁলতে মাত্র ১ টাকার বিনিময়ে পেট ভরে খাবার খেতে পারবেন অসহায় ও দুস্থরা। গম্ভীর জানান, অসহায় ও দুস্থদের মুখে খাবার তুলে দেওয়াই তাঁর লক্ষ্য। এই উদ্যোগের নাম দেওয়া হয়েছে ‘এক আশা জন রসুই’ (Ek Asha Jan Rasoi)। গম্ভীরের মতে, কারওই খালি পেটে ঘুমানো উচিৎ নয়। দিল্লিতে এরকম আরও ৫-৬টি কমিউনিটি কিচেন খোলা হবে। জানা গিয়েছে, দিল্লির ময়ূর বিহারে পরের কমিউনিটি কিচেন খুলবেন তিনি।

গৌতম গম্ভীর আরও বলেন, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রত্যেকের স্বাস্থ্যকর খাবার খাওয়া নৈতিক অধিকার। পরিবারহীনরা যেভাবে আধপেটা খেয়ে দিন কাটান, তা ভীষণ হৃদয়বিদারক। জন রসুইয়ে পুষ্টিগুণ সম্পন্ন খাবার পরিবেশন করা হবে। দুস্থরা মাত্র ১ টাকার বিনিময়ে খাবার পাবেন। প্রতিদিন অন্তত ৫০০ জনের মুখে খাবার তুলে দেওয়া হবে।

উল্লেখ্য, সাংসদ হওয়ার পর একাধিক জনহিতকর কাজ করেছেন গম্ভীর। তারই নয়া সংযোজন এই জন রসুই প্রকল্প। জানা গিয়েছে, ক্যান্টিনের কর্মীদের বেতন বাবদ প্রতীকী ১ টাকা নেওয়া হবে।

তবে কি কি খাবার থাকছে মেনুতে ? জানা গিয়েছে, চাল, ডাল এবং সবজি থাকছে। তবে করণা পরিস্থিতিতে সুরক্ষার জন্যে একসঙ্গে ৫০ জন খেতে পারবেন।

Somoresh Sarkar

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।