অশান্তির আগুনে ৪ দিন ধরে জ্বলছে ফ্রান্স; প্রতিবাদের অজুহাতে গ্রন্থাগারে অগ্নিসংযোগ, ব্যাংক, দোকানপাটে হামলা
কলকাতা ট্রিবিউন ডেস্ক: কবিতার দেশ ফ্রান্স আগুনে পুড়ছে। চতুর্থ দিনেও অশান্তি অব্যাহত। প্রতিবাদের নামে বিক্ষোভকারীরা হামলা চালাচ্ছে লাইব্রেরি, ব্যাংক, দোকানপাট সর্বত্র। প্রতিবাদের অজুহাতে এহেন ধ্বংসযজ্ঞ নিয়ে উঠছে প্রশ্ন। গোটা বিশ্ব এই ঘটনায় আঁতকে উঠেছে।
বৃহস্পতিবার বিক্ষোভকারীরা মার্সেইয়ের আলকাজার গ্রন্থাগারে হামলা চালায়। ভাঙচুর করে লাইব্রেরির জানালা। আগুন ধরিয়ে দেয়। গ্রন্থাগারটিতে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায় বিক্ষোভকারীরা।
লাইব্রেরিতে আগুন দেওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন নেটিজেনরা। একজন টুইটে লিখেছেন, ”বই পোড়ানো নিজেদের গায়ে আগুন দেওয়ার সমান।”
ঘটনার সূত্রপাত গত মঙ্গলবার। অভিযোগ, ট্রাফিক আইন অমান্য করে নাহেল এম নামে এক ১৭ বছরের কিশোর। পুলিশ তাকে আটকানোর চেষ্টা করে। কিশোর পালানোর চেষ্টা করলে তাকে গুলি করে পুলিশ। মৃত্যু হয় ওই কিশোরের। এরপরই উত্তাল হয়ে ওঠে ফ্রান্স। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৪৫ হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে। অশান্তি পাকানোর অভিযোগে গ্রেফতার করা হয়েছে অন্তত ১০০০ জনকে।