Tuesday, December 10, 2024
রাজ্য​

‘অমুসলিমরা দুভার্গা’, মন্তব্যে ফিরহাদকে আইনি নোটিশ, প্রকাশ্যে ক্ষমা না চাইলে দায়ের করা হবে মামলা

কলকাতা ট্রিবিউন ডেস্ক: দিন কয়েক আগে অমুসলিমদের দুর্ভাগা বলে মন্তব্য করেছিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তিনি বলেছিলেন, ‘যারা ইসলাম নিয়ে জন্মায়নি তাঁরা দুভার্গা। তাঁদেরকে ইসলামের দাওয়াত দেওয়া হবে।’ তার এই মন্তব্যের পরেই বিতর্কের ঝড় ওঠে। এবার তৃণমূল নেতা ফিরহাদের করা ওই মন্তব্যে আহত হয়ে তৃণমূল নেতা ফিরহাদকে আইনি নোটিশ পাঠালেন এক মহিলা। 

আইনি নোটিশে ওই মহিলা জানিয়েছেন, ‘অমুসলিমদের দুর্ভাগা মন্তব্য করার জন্য প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে ফিরহাদকে। প্রত্যাহার করতে হবে তার ওই বক্তব্য। নইলে ফিরহাদ হাকিমের বিরুদ্ধে মামলা দায়ের করবেন তিনি।’