১৩০ কিলোমিটার সাইকেল চালিয়ে স্ত্রীর শেষকৃত্যে পৌঁছলেন প্রৌঢ়
ভোপাল: করোনার দ্বিতীয় ধাক্কায় শোচনীয় অবস্থা ভারতের। আক্রান্ত ও মৃতের সংখ্যা অত্যাধিক মাত্রায় বাড়ার কারণে দেশের বিভিন্ন রাজ্যে আংশিক কিংবা সম্পূর্ণ লকডাউন জারি করা হয়েছে। যার ফলে একই স্থান থেকে আরেক স্থানে যাওয়া মুশকিল হয়ে গিয়েছে। মধ্যপ্রদেশে সম্প্রতি এমন একটি ঘটনা ঘটেছে যা নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে। একজন পৌঢ় তাঁর স্ত্রীর শেষকৃত্যে পৌঁছতে ১৩০ কিলোমিটার পথ সাইকেল চালালেন।
১৩০ কিলোমিটার সাইকেল চালিয়ে স্ত্রীর শেষকৃত্যে পৌঁছতে রবিপ্রসাদ মালির সময় লেগেছে ১৩ ঘণ্টা৷ মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের একটি গ্রামে ৷ রবি প্রসাদ মালি ইন্দোরের কাছে তালওয়ালি গ্রামে (Talawali village) থাকেন। তাঁর স্ত্রী বাবলি মানসিক ভারসাম্যহীন ছিলেন। আগর মালওয়া জেলায় তিনি তাঁর ভাইয়ের কাছে থাকতেন। নানা শারীরিক সমস্যা ছিল তাঁর। গত 8 মে মারা যান তিনি।
করোনা পরিস্থিতির জেরে তাঁর বাপের বাড়ির গ্রামেই শেষকৃত্য করার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই খবর পেয়ে রবিপ্রসাদ স্ত্রীর শেষকৃত্যে পৌঁছতে বাড়ি থেকে বের হন। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করার পরও কিছু না পেয়ে শেষ পর্যন্ত সাইকেলেই শশুর বাড়ি পৌঁছনোর সিদ্ধান্ত নেন বছর আটান্নর রবিপ্রসাদ।
গ্রাম থেকে ১৩০ কিলোমিটার দূরে শশুর বাড়ি সাইকেলে করে যেতে তাঁর সময় লাগে ১৩ ঘণ্টা। রবিপ্রসাদ জানতেন করোনার কারফিউয়ের কারণে পথে খাদ্য-খাবার কিছু পাবেন না। তাই বাড়ি থেকে খাবার ও জল নিয়ে বের হন তিনি। তাছাড়া যানবাহন না পাওয়ারও সম্ভাবনা বেশি। তাও স্ত্রীর মৃত্যু সংবাদ পাওয়া মাত্রই সাইকেল নিয়ে বেরিয়ে পড়েন তিনি।

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত দীর্ঘ ৫ বছর ধরে।