Sunday, October 6, 2024
আন্তর্জাতিক

নেদারল্যান্ডে প্রকাশ্যে কোরআনের পাতা ছিঁড়ে ফেললেন এক ব্যক্তি

কলকাতা ট্রিবিউন ডেস্ক: এবার নেদারল্যান্ডে কোরআন অবমাননার ঘটনা ঘটেছে। এদুইন ভেগেনসভালদ নামে এক ব্যক্তি নেদারল্যান্ডের হেগে অবস্থিত তুরস্কের দূতাবাসের সামনে প্রকাশ্যে কোরআনের কয়েকটি পাতা ছিঁড়ে ফেলেন। এ ঘটনায় ক্ষোভের জন্ম দিয়েছে স্থানীয় মুসলিমদের ভেতর।

শনিবার (২৩ সেপ্টেম্বর) নেদারল্যান্ডে তুর্কি দূতাবাসের সামনে কোরআনের অনুলিপি ছিঁড়ে ফেলেন পিইজিআইডিএ নামে ইসলামধর্মবিদ্বেষী দলের নেতা এদুইন ভেগেনসভালদ।

এমনকি কোরআনের পাতা ছিঁড়ে পায়ের নিচে রাখেন অভিযুক্ত ওই ব্যক্তি। তিনি কেন এই কাজ করেছেন, তা জানা যায়নি। ধর্মগ্রন্থ অবমাননার দায়ে তাকে গ্রেফতারের খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য, এর আগে সুইডেন ও ডেনমার্কে প্রকাশ্যে কোরআন শরিফে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এই ঘটনায় মুসলিম বিশ্বে নিন্দার ঝড় বয়ে যায়। Daily Sabah