Monday, January 19, 2026
আন্তর্জাতিক

পাকিস্তানে ইদে মিলাদুন্নবীর মিছিলে আত্মঘাতী বোমা বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৬০

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ফের মসজিদে আত্মঘাতী বোমা হামলার ঘটনা পাকিস্তানে। এবার বালুচিস্তান প্রদেশে ইদে মিলাদুন্নবীর মিছিলে ভয়াবহ বোমা হামলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬০ জন নিহত।

নবী মহম্মদের জন্মদিন উদযাপনের জন্য বালুচিস্তানের মাস্তুংয়ে (Mastung) প্রচুর মানুষ জড়ো হন। আচমকা আত্মঘাতী বোমা বিস্ফোরণে ঘটে।

এদিকে, খাইবার পাখতুনখোয়া প্রদেশের পেশোয়ারে একটি মসজিদে আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে মসজিদটির ছাদ ধসে পড়েছে। এই ঘটনার ৪ জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার পেশোয়ারে হাঙ্গু মসজিদে জুম্মার নামাজের সময় আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটে। এতে এক পুলিশসহ অন্তত ৪ জন নিহত হয়েছেন। CNN

সমরেশ সরকার

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।