Tuesday, November 18, 2025
দেশ

১৮ বছর হলেই নিতে পারবেন করোনার টিকা, বড় ঘোষণা কেন্দ্রের

নয়াদিল্লি: টিকা নিয়ে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। আগামী ১ মে থেকে ১৮ বছর বয়স হলেই যে কেউ নিতে পারবেন করোনার টিকা। সোমবার এই ঘোষণা করল কেন্দ্র। দেশের করোনা পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকের পর এই সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

মোদী বলেন, সকল ভারতীয়র টিকা নিশ্চিত করতে তাঁর সরকার কঠোর প্রচেষ্টা চালাচ্ছে। তিনি বলেন, দেশবাসীকে রেকর্ড গতিতে টিকা দেওয়া হচ্ছে এবং এই গতি আরও বাড়ানো হবে।

সোমবার থেকে টিকাকরণ প্রক্রিয়ার তৃতীয় পর্যায় ঘোষণা করেছে কেন্দ্র। কেন্দ্রের তরফে বলা হয়েছে, তৃতীয় পর্যায়ে টিকা নিতে পারবেন ১৮ বয়সী যে কেউই।

উল্লেখ্য, গত ১৬ জানুয়ারি থেকে দেশজুড়ে টিকাকরণ প্রক্রিয়া শুরু হয়েছে। প্রথম দফায় করোনা যোদ্ধাদের টিকা দেওয়া হয়। দ্বিতীয় পর্যায়ে পঁয়তাল্লিশোর্ধ্ব ব্যক্তিদের টিকা দেওয়া হয়।

এদিকে, দ্বিতীয় ওয়েভে আক্রান্তের সংখ্যা ব্যাপকহারে বেড়েছে। টিকা উৎপাদন বাড়াতে ইতিমধ্যেই টিকা প্রস্তুতকারক সংস্থাগুলিকে অর্থ ঋণ দিচ্ছে কেন্দ্র। পাশাপাশি, মোট উৎপাদনের ৫০ শতাংশ রাজ্য এবং খোলা বাজারে নির্ধারিত দামে বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে।

Somoresh Sarkar

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।