নেহরু নন, দেশের প্রথম প্রধানমন্ত্রী নেতাজি: বিজেপি বিধায়ক
কলকাতা ট্রিবিউন ডেস্ক: নেতাজি সুভাষচন্দ্র বসুর ভয়ে ব্রিটিশরা দেশ ছেড়েছিল। আর দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু নয়। দেশের প্রথম প্রধানমন্ত্রী নেতাজি সুভাষচন্দ্র বসু (Netaji Subhash Chandra Bose)। এমনটাই জানালেন কর্ণাটকের বিজেপি বিধায়ক বসনগৌড়া পাতিল ইয়াতনাল (BJP MLA Basanagoud Patil Yathnal)।
বিজেপি বিধায়ক তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বসনগৌড়া বলেন, “দেশের প্রথম প্রধানমন্ত্রী নেহরু নন। সুভাষচন্দ্র বসুই ভারতের প্রথম প্রধানমন্ত্রী। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ব্রিটিশরা দেশ ছাড়ে। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী নেতাজি সুভাষচন্দ্র বসু। সেই সময় দেশের একাংশ স্বাধীন হয়েছিল। আজাদ হিন্দ বাহিনী নিজেদের মুদ্রা, পতাকা ও জাতীয় সঙ্গীত প্রকাশ করেছিল। দেশের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও বলেছেন, নেহরু দেশের প্রথম প্রধানমন্ত্রী নন, নেতাজি সুভাষচন্দ্র বসুই দেশের প্রথম প্রধানমন্ত্রী।”
বসনগৌড়া আরও বলেন, “বাবাসাহেব একটি বইতে লিখেছেন, ভারতের স্বাধীনতা অনশন করে আসেনি। আমরা এক গালে চড় খেয়ে অন্য গাল বাড়িয়ে চড় খেয়েও স্বাধীনতা পাইনি। আমরা স্বাধীনতা পেয়েছি নেতাজি সুভাষচন্দ্র বসু ইংরেজদের মনে ভয় ধরাতে পেরেছিলেন বলে।”
“The British left India because Netaji Subhash Chandra Bose instilled fear in them….Netaji Subhash Chandra Bose was the first Prime Minister of independent India when independence was declared in 4-5 parts of the country. They had their own currency, flag and national anthem.… pic.twitter.com/ptIOYT89mQ
— ANI (@ANI) September 28, 2023
