Thursday, April 25, 2024
বিনোদন

বিজ্ঞাপনে হিন্দুদের অপমান! তীব্র বিতর্কে ভারত ম্যাট্রিমোনি

কলকাতা ট্রিবিউন ডেস্ক: এবছর আন্তর্জাতিক মহিলা দিবস পড়েছিল হোলির দিন। আর নারী দিবসে হোলি নিয়ে বিজ্ঞাপন তৈরি করে তুমুল সমালোচনার মুখে পড়ে ভারত ম্যাট্রিমোনি। অবশেষে বাধ্য হয়ে বিজ্ঞাপনের ভিডিওটি সরিয়ে নিয়েছে ভারত ম্যাট্রিমোনি।

নেটিজেনদের একাংশ অভিযোগ করে, জ্ঞাপনটি হিন্দুদের ধর্মীয় ভাবধারাকে আঘাত করছে। এরপরেই সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড করে বয়কট ভারত ম্যাট্রিমোনি।

ভারত ম্যাট্রিমোনি ভিডিওর ক্যাপশনে লিখেছিল, ‘এই বছরের নারী দিবসে এবং হোলি উদযাপন হোক আরও বেশি নিরাপদ, আরও বেশি অন্তর্ভূক্তি মূলক। জনসাধারণের সামনে নারীরা যে চ্যালেঞ্জের মুখোমুখি সর্বক্ষণ পড়েন, সেই চ্যালেঞ্জকে স্বীকার করা খুবই গুরুত্বপূর্ণ, এমন একটি সমাজ গড়ে তুলতে হবে, যা তাঁদের সত্যিকারের সম্মান দেবে আজ ও সারাজীবনভর।’


ভিডিওতে দেখা যায়, বিজ্ঞাপনে এক মহিলার মুখে নানান রকমের রঙ লেগে রয়েছে। মুখে লাগানো হোলির রঙ তিনি জল দিয়ে ধুয়ে ফেললেও তাঁর মুখে লাগা আঘাতের দাগ তুলতে সমর্থ হননি তিনি। আর সেখানেই ভিডিওর টেক্সটে লেখা, ‘কিছু রঙের দাগ কোনওদিনওই যায় না।’

তবে নারী হেনস্থার সঙ্গে হোলিকে টেনে নিয়ে আসায় ক্ষেপেছেন নেটিজেনদের একাংশ। তাদের অভিযোগ, বাণিজ্যিক ব্যবসা প্রতিষ্ঠানগুলি প্রতিটি হিন্দু উৎসবে এখন অত্যন্ত অনুমানযোগ্য হয়ে উঠেছে। দীপাবলির কারণে কীভাবে দূষণের মাত্রা বৃদ্ধি পায় তা নিয়ে পটকা না ফাটাতে বিজ্ঞাপন দেয় ব্যবসা প্রতিষ্ঠানগুলি।অথচ বড়দিন বা নববর্ষের আগের দিন খ্রিস্টান অধ্যুষিত এলাকায় বিপুল পরিমাণে আতশবাজি ফাটানো হলে বায়ু দূষণের একই উদ্বেগ দূর হয়ে যায়।

হোলির সময়, মুম্বাইতে তাদের বাড়িতে সুইমিং পুল আছে এমন বলিউড মাফিয়াদের দ্বারা জলের অপচয় না করার বিষয়ে হিন্দুদের উপদেশ দেওয়া হয়, যখন শহরের অনেক এলাকা গ্রীষ্মে পরিষ্কার পানীয় জলের জন্য অনাহারে থাকে। ক্রিসমাসের জন্য হাজার হাজার গাছ কাটা হয় এবং আরও হাজার হাজার প্লাস্টিকের ক্রিসমাস ট্রি ব্যবহার করা হয় এবং রাস্তায় ফেলে দেওয়া হয় বাণিজ্যিক ব্যবসা প্রতিষ্ঠান বা PETA বা বলিউড মাফিয়াদের বিজ্ঞাপন ছাড়াই, কারণ তারা হিন্দু উৎসব নয়।

একইভাবে, মুসলিমদের ইদের সময় লক্ষ লক্ষ গরু-ছাগল জবাই করা হয় আল্লাহকে সন্তুষ্ট করার জন্য অসহায় প্রাণীদের রক্ত ​​দিয়ে মাটিতে ঝরছে বা নদীতে ফেলে দেওয়া হয় যা আবার খুব মানবিক, শান্তিপূর্ণ এবং পরিবেশবান্ধব অনুশীলন হিসাবে বিবেচিত হয় সাধারণ সন্দেহভাজনদের কাছ থেকে কোনও উপদেশের যোগ্য নয়!

তথ্যসূত্র: Bharat Voice