Sunday, September 15, 2024
আন্তর্জাতিক

‘হিন্দু নারীদের উপর নির্যাতন করা হচ্ছে, পুরুষদের মারধর- হত্যা করা হচ্ছে, বাংলাদেশের আর থাকা যাচ্ছে না, যত তাড়াতাড়ি সম্ভব হিন্দুদের জন্য কিছু করুন’, মোদীকে বাংলাদেশি কিশোরীর চিঠি

কলকাতা ট্রিবিউন ডেস্ক: টালমাটাল পরিস্থিতিতে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর ব্যাপক হামলা চালানো হচ্ছে। দলবেঁধে মৌলবাদীরা হিন্দুদের বাড়িঘর, ব্যবসা-প্রতিষ্ঠান, মন্দিরে হামলা চালাচ্ছে বলে অভিযোগ। এই পরিস্থিতিতে বাংলাদেশি এক হিন্দু ছাত্রী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে চিঠি পাঠালেন। ওই কিশোরীর লেখা হৃদয় বিদারক চিঠিটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন প্রাক্তন সেনা আধিকারিক মেজর পবন কুমার।

চিঠিটি পোস্ট করে ওই প্রাক্তন সেনা আধিকারিক লিখেছেন, ‘বাংলাদেশের দ্বাদশ শ্রেণির এক হিন্দু মেয়ের হৃদয় বিদারক চিঠি এটি। এই চিঠিটি যাতে ভারতের প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দেওয়া যায় তার জন্য সে আমায় অনুরোধ করেছে।’


চিঠিতে ওই বাংলাদেশি হিন্দু কিশোরী লিখেছে, ‘আমাদের কষ্ট অকল্পনীয়। সন্ত্রাসীরা মেয়েদের ও মহিলাদের ধর্ষণ করছে। পুরুষদের নির্যাতন ও হত্যা করছে। যত তাড়াতাড়ি সম্ভব আমাদের জন্য কিছু করুন। বাংলাদেশের মাটিতে আর থাকা যাচ্ছে না। এখানে কোনও নিরাপত্তা নেই, শান্তিতে বাঁচার অধিকার হারিয়েছি। আমি জানি আপনারা সবাই বিষয়টি নিয়ে চিন্তিত। আমি বাংলাদেশের সমস্ত হিন্দুদের হয়ে অনুরোধ করছি যত তাড়াতাড়ি সম্ভব, যত দূর সম্ভব আমাদের সাহায্য করুন।’

ওই হিন্দু বাংলাদেশি ছাত্রী আরও লিখেছে, ‘আমরা অত্যন্ত খারাপ পরিস্থিতির মধ্যে রয়েছি। যা শব্দে প্রকাশ করে বোঝানো যাবে না। সন্ত্রাসবাদী এবং কট্টরপন্থীরা আমাদের উপর অত্যাচার করছে। মহিলারা, কিশোরীরা ধর্ষিত হচ্ছেন, অত্যাচারিত হচ্ছেন। হিন্দুদের বাড়ি, মন্দিরে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে। ভেঙ্গে ফেলা হচ্ছে দোকানপাট। লাখ লাখ টাকার সম্পত্তি নষ্ট করছে তারা। খুন করা হচ্ছে মানুষকে। সোশ্যাল মিডিয়ায় আপনারা যে পরিস্থিতি আপনারা দেখতে পারছেন আসলে পরিস্থিতি তার থেকেও বহুগুণ বেশি খারাপ। আমাদেরকে বলা হয়েছে দেশ ছেড়ে বেরিয়ে যেতে, কিন্তু কেন? এটা আমাদের দেশ, আমাদের থাকার সমস্ত রকম অধিকার রয়েছে।’

পাশাপাশি, বাংলাদেশের এই কঠিন পরিস্থিতিতে ভারতের জনগণ বাংলাদেশী হিন্দুদের সমর্থন করার জন্য ধন্যবাদ জানান ওই কিশোরী।