Wednesday, June 26, 2024
খেলা

নিজের কাকার মেয়েকে বিয়ে করছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম

ইসলামাবাদ: ফের খবরের শিরোনামে পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক বাবর আজম ( Babar Azam)। ২৬ বছর বয়সী বাবর আজম তার নিজের কাকার মেয়ের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। এই বিয়েতে দুই পরিবার সায় দিয়েছে। এই বিয়ের খবর প্রকাশ করেছে পাকিস্তানের জিও নিউজ চ্যানেলে। খবর অনুযায়ী, আগামী বছরই বিয়ে করতে চলেছেন বাবর।

গত বছরই বাবরের বিরুদ্ধে যৌন নির্যাতন ও বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ তুলেছিলেন এক পাক তরুণী। সাংবাদিক সম্মেলনে ওই তরুণী বলেন, বাবর বিগত ১০ বছর ধরে তাঁকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে যৌন নির্যাতন করে আসছেন। তিনি গর্ভবতী হয়ে পড়েছিলেন। এই খবর যাতে বাইরে না আসে তার জন্য বাবর তাকে মারধোর এবং খুনের হুমকিও দেন!


জানা যায়, বাবর এবং ওই তরুণী একই স্কুলে পড়তেন। এক এলাকাতেও থাকতেন। পাক সাংবাদিক সাজ সাদিকের টুইট করা ওই ভিডিওতে ওই অভিযোগকারী তরুণী বলেন, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে পাক অধিনায়ক তাকে বাড়ি নিয়ে গিয়েছিলেন। বিগত ১০ বছর ধরে তাঁর সঙ্গে সহবাস করেন।

বাবরের বিরুদ্ধে পুলিশে অভিযোগও দায়ের করেন ওই তরুণী। লাহোরের একটি বাবরের বিরুদ্ধে মামলা দায়ের করার নির্দেশও দেয়। পরে শোনা যায়, মামলা তুলে নেওয়ার জন্য বাবর ওই তরুণীকে হুমকি দেন।