Tuesday, October 7, 2025
Latestখেলা

আজকেও পাকিস্তানকে হেলায় হারালো ভারত

কলকাতা ট্রিবিউন ডেস্ক: এশিয়া কাপের সুপার ফোর পর্বে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়ে দুর্দান্ত সূচনা করেছে ভারত। অভিষেক শর্মা ও শুভমান গিলের ঝড়ো ব্যাটিং, শিভম দুবের অলরাউন্ড পারফরম্যান্স এবং তিলক ভার্মার ঠান্ডা মাথার ফিনিশিং জয়ের মূল ভিত্তি গড়ে দেয়।

পাকিস্তানের ইনিংস

টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তান সতর্কভাবে শুরু করে। দলীয় ২১ রানে প্রথম ধাক্কা খায় পাকিস্তান। হার্দিক পান্ডিয়ার বলে উইকেটরক্ষক স্যামসনের গ্লাভসে ধরা পড়েন ফখর জামান।

এরপর সাইম আইয়ুব ও শাহিবজাদা ফারহান কিছুটা চাপ সামলান। পাওয়ার প্লেতে পাকিস্তানের রান দাঁড়ায় ৫৫। কিন্তু শিভম দুবে এক ওভারেই ফিরিয়ে দেন সাইম আইয়ুব (২১) ও হুসাইন তালাতকে। ফারহান ৩৪ বলে ফিফটি পূর্ণ করলেও বড় ইনিংস খেলতে পারেননি। শেষ পর্যন্ত ৪৫ বলে ৫৮ রান করে তিনিও দুবের শিকার হন।

শেষদিকে সালমান আলী আঘা ও ফাহিম আশরাফ ঝড়ো ব্যাটিং করে দলকে ১৭১ রানে পৌঁছে দেন। ভারতের পক্ষে শিভম দুবে নেন দুটি উইকেট, আর একটি করে শিকার করেন হার্দিক পান্ডিয়া, কুলদীপ যাদব ও বরুণ চক্রবর্তী।

ভারতের রান তাড়া

১৭২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আগ্রাসী মেজাজে ব্যাট করে ভারত। শাহীন শাহ আফ্রিদির প্রথম ওভারেই অভিষেক শর্মার ছক্কা ম্যাচের গতিপথ নির্ধারণ করে দেয়। শুভমান গিল ও অভিষেক মিলে মাত্র ৪.৪ ওভারে ৫০ রান তোলেন। পাওয়ার প্লেতে ভারতের সংগ্রহ হয় ৬৯ রান, প্রায় প্রতিটি ওভারেই আসে বাউন্ডারি।

দুজন মিলে ১০৫ রানের জুটি গড়ে দলের ভিত মজবুত করেন। গিল ২৮ বলে ৪৭ রান করে আউট হন। এরপর সূর্যকুমার যাদব দ্রুত ফিরলেও অভিষেক শর্মা নিজের ইনিংসকে এগিয়ে নেন দুর্দান্তভাবে। ৩৯ বলে ছয়টি চার ও পাঁচটি ছক্কায় ৭৪ রান করে তিনি লং অনে ক্যাচ তুলে ফেরেন।

স্যামসনও আউট হন ১৩ রানে। তবে তিলক ভার্মা ঠান্ডা মাথায় দলকে জয়ের পথে নিয়ে যান। ১৯ বলে অপরাজিত ৩০ রানের ইনিংসে ভর করে ভারত ১১ বল বাকি থাকতেই লক্ষ্য ছুঁয়ে ফেলে।

পাকিস্তানের বোলিং

হারিস রউফ দুটি উইকেট শিকার করেন। একটি করে উইকেট পান ফাহিম আশরাফ ও আবরার আহমেদ।