‘প্রেসিডেন্ট অফ ভারত’ এর পর এবার ‘দ্য প্রাইম মিনিস্টার অফ ভারত’
কলকাতা ট্রিবিউন ডেস্ক: এই মুহূর্তে দেশজুড়ে শোরগোল পড়ে গেছে ‘ইন্ডিয়া’ নাকি ‘ভারত’ এটা নিয়ে! শোনা যাচ্ছে, বিশেষ অধিবেশনেই মোদী সরকার এ বিষয়ে বিল পেশ করতে চলেছে।
জল্পনার সূত্রপাত জি-২০ সম্মেলনে রাষ্ট্রপতির তরফে আমন্ত্রণপত্রে ‘প্রেসিডেন্ট অফ ভারত’ (President of Bharat) লেখা নিয়ে। জল্পনা আরও দৃঢ় হয়েছে ‘দ্য প্রাইম মিনিস্টার অফ ভারত’ লেখা নিয়ে।
২০তম ASEAN এবং ১৮তম EAS শীর্ষ সম্মেলনে যোগ দিতে বৃহস্পতিবার ইন্দোনেশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার রাতে সেই সফরের আনুষ্ঠানিক চিঠি প্রকাশ করা হয়েছে। সেখানেই ‘প্রাইম মিনিস্টার ইন্ডিয়া’র পরিবর্তে লেখা হয়েছে ‘প্রাইম মিনিস্টার অফ ভারত’। এরপরেই দেশের নাম ইন্ডিয়ার বদলে ভারত রাখার জল্পনা আরও তীব্র হয়েছে।