Monday, January 19, 2026
Latestআন্তর্জাতিক

আমেরিকার H-1B ভিসাকে পাল্টা দিতে K ভিসা চালু করছে চিন

কলকাতা ট্রিবিউন ডেস্ক: H-1B ভিসা নিয়ে আমেরিকায় যেতে হলে বাড়তি গুনতে হবে ১ লাখ ডলার। ট্রাম্পের নতুন এই ঘোষণা তোলপাড় ফেলে দিয়েছে। এর মধ্যে এবার মেধাবীদের নিজেদের দেশে টানতে আসরে নামল চিন। রবিবার জারি করা এক সরকারি বিবৃতিতে বলা হয়েছে, চিন সারা বিশ্ব থেকে তরুণ এবং প্রতিভাবান পেশাদারদের (বিশেষ করে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল এবং গণিত) আকৃষ্ট করার লক্ষ্যে একটি নতুন ‘K ভিসা’ চালু করবে। ১ অক্টোবর, ২০২৫ থেকে এটি কার্যকর হবে।

কারা আবেদন করতে পারবেন?

চিনের বিচার মন্ত্রণালয়ের মতে, K ভিসা বিদেশী “তরুণ বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত প্রতিভাদের” জন্য উন্মুক্ত থাকবে। যারা চিন বা বিদেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয় বা গবেষণা প্রতিষ্ঠান থেকে STEM ক্ষেত্রে স্নাতক বা উচ্চতর ডিগ্রি অর্জন করেছেন। শিক্ষকতা বা গবেষণায় নিযুক্ত তরুণ পেশাদারদের জন্যও উপলব্ধ থাকবে।

আবেদনকারীদের অবশ্যই চিনা কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত যোগ্যতা এবং প্রয়োজনীয়তা পূরণ করতে হবে এবং সহায়ক নথিপত্র সরবরাহ করতে হবে। 

কে ভিসার মূল বৈশিষ্ট্য

চিনের বিদ্যমান ১২টি সাধারণ ভিসা বিভাগের তুলনায়, K ভিসা উল্লেখযোগ্য সুবিধা প্রদান করবে। এটি একাধিক প্রবেশ, দীর্ঘ মেয়াদ এবং থাকার সময়কাল বৃদ্ধির ক্ষেত্রে আরও নমনীয়তা প্রদান করবে বলে আশা করা হচ্ছে।

বেশিরভাগ কাজের ভিসার বিপরীতে, আবেদনকারীদের কোনও গার্হস্থ্য নিয়োগকর্তা বা সত্তার কাছ থেকে আমন্ত্রণপত্র জারি করার প্রয়োজন হবে না।

চিনে প্রবেশের পর, কে ভিসাধারীরা উদ্যোক্তা ও ব্যবসায়িক কার্যক্রমের পাশাপাশি শিক্ষা, সংস্কৃতি এবং বিজ্ঞান ও প্রযুক্তিতে একাডেমিক বিনিময়ে অংশগ্রহণের অনুমতি পাবেন।

এই পদক্ষেপটি চিকে আন্তর্জাতিক বিনিময়ের জন্য আরও উন্মুক্ত করবে। চিনের অর্থনীতি আরও শক্তিশালী হবে।