Sunday, September 15, 2024
দেশ

এবার ‘এক দেশ, এক নির্বাচনের’ লক্ষ্যে এগোচ্ছে কেন্দ্রের মোদী সরকার

কলকাতা ট্রিবিউন ডেস্ক: বিজেপির অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি রাম মন্দির নির্মাণ, ৩৭০ ধারা বাতিল, তিন তালাক প্রথা নিষিদ্ধ করার কাজ ইতিমধ্যেই শেষ। এবার অভিন্ন দেওয়ানি বিধি, এক দেশ এক নির্বাচন চালু করার দিকে এগোচ্ছে মোদী সরকার।

কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল (Arjun Ram Meghwal) জানিয়েছেন, ‘ইতিমধ্যেই এক দেশ এক নির্বাচন লাগু করার ব্যবহারিক দিকগুলি খতিয়ে দেখার জন্য আইন কমিশনের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। এ বিষয়ে কেন্দ্র ইতিমধ্যেই সব স্টেকহোল্ডারদের আলোচনা করা হয়েছে। তারা একযোগে নির্বাচনের বিষয়টি পরীক্ষা করেছে। কমিটি তাদের ৭৯তম প্রতিবেদনে এ বিষয়ে কিছু সুপারিশ করেছে। নীতি আয়োগ, আইন কমিশন, নির্বাচন কমিশনও এই ভাবনাকে সমর্থন জানিয়েছে।’

অর্জুন রাম মেঘওয়াল বলেন, ‘এক দেশ এক নির্বাচন ব্যবস্থা চালু হলে বারবার নির্বাচনের জন্য বিপুল টাকা খরচ হবে না। একবার ভোট হলে খরচের দিক থেকে সাশ্রয় হবে। সাশ্রয় হবে সময়ও। তাছাড়া বারবার নির্বাচনের জন্য উন্নয়নের কাজ থমকে যাবে না।’

উল্লেখ্য, ২০১৪ সালে ক্ষমতায় আসার পরেই নরেন্দ্র মোদী এক দেশ এক নির্বাচনের পক্ষে সওয়াল করেছিলেন।