গণেশ চতুর্থীর শুভদিনে নতুন সংসদ ভবনে প্রথম অধিবেশনের ভাবনা মোদী সরকারের
কলকাতা ট্রিবিউন ডেস্ক: ১৮ থেকে ২২ সেপ্টেম্বর সংসদের বিশেষ অধিবেশন। এই অধিবেশনে একাধিক গুরুত্বপূর্ণ বিল পেশ করা হবে বলে খবর। জানা গেছে, ১৮ সেপ্টেম্বর পুরনো ভবনে অধিবেশন শুরু হবে। তবে ১৯ সেপ্টেম্বরে গণেশ চতুর্থীতে অধিবেশন নতুন সংসদ ভবনে (New Parliament House) স্থানান্তরিত হবে। গনেশ চতুর্থীর শুভদিনে নতুন ভবনে প্রথম অধিবেশনের ভাবনা মোদী সরকারের।
উল্লেখ্য, গত ২৮ মে নতুন সংসদ ভবনের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার ১৯ সেপ্টেম্বর গণেশ চতুর্থীতে নয়া সংসদ ভবনে প্রথম অধিবেশন বসবে। মনে করা হচ্ছে, গণেশ চতুর্থীর শুভদিনে নতুন সংসদ ভবনে প্রবেশের জন্যই বিশেষ অধিবেশন রাখা হয়েছে।
এই বিশেষ অধিবেশনে একাধিক গুরুত্বপূর্ণ বিল পেশ করা হতে পারে। এর মধ্যে রয়েছে ‘এক দেশ এক নির্বাচন’, দেশের নাম ইন্ডিয়ার বদলে ভারত রাখা সহ একাধিক বিল।
প্রসঙ্গত, ‘এক দেশ এক নির্বাচন’ এর লক্ষ্যে ইতিমধ্যেই প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে।