১৩১-১০২ ব্যবধানে রাজ্যসভায় পাশ হয়ে গেল দিল্লি পরিষেবা বিল
কলকাতা ট্রিবিউন ডেস্ক: লোকসভার পর এবার রাজ্যসভায় পাশ হয়ে গেল দিল্লি পরিষেবা বিল। সোমবার রাজ্যসভায় পাশ হলো ‘গভর্নমেন্ট অফ ন্যাশনাল টেরিটোরি অফ দিল্লি বিল ২০২৩’। বিলের পক্ষে ভোট পড়েছে ১৩১ টি এবং বিলের বিপক্ষে ভোট পড়েছে ১০২টি।
এর আগে গত ৩ আগস্ট লোকসভায় পাশ হয় এই বিল। লোকসভার পর এবার রাজ্যসভায় পাশ হলো এই বিল। এই বিলকে কেন্দ্র করে বিজেপি এবং আম আদমি পার্টির মধ্যে বহুদিন ধরে সংঘাত চলছে। তবে বিরোধী জোট এই বিলকে আটকে দিতে ব্যর্থ হলো।