Sunday, September 15, 2024
কলকাতা

নতুন ভাবে সাজিয়ে তোলা হচ্ছে ঐতিহ্যবাহী কালীঘাট মন্দির, তৈরি করা হচ্ছে স্কাইওয়াক

কলকাতা ট্রিবিউন ডেস্ক: নতুন রূপে সাজিয়ে তোলা হচ্ছে কালীঘাট মন্দির। বিপুল জনপ্রিয় এই মন্দিরের সংস্কারের দায়িত্বে রয়েছে রিলায়েন্স গ্রুপ। 

জানা গেছে, ঐতিহ্যবাহী এই মন্দিরের সংস্কার কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। পুজোর আগে প্রথম পর্যায়ের কাজ শেষ করার টার্গেট নেওয়া হয়েছে।

কালীঘাটের বাইরের দিকও সংস্কার করা হবে। তৈরি করা হবে স্কাইওয়াক। কালীঘাট সংলগ্ন এলাকা বরাবরই ঘিঞ্জি। বহু পুরানো ছোট ছোট দোকান, একাধিক পুরানো বাড়ি রয়েছে। মন্দিরের প্রতিদিনের পুজোর বিঘ্ন না ঘটিয়ে সংস্কারের কাজ চলবে।

মন্দিরের গর্ভগৃহ, নাটমন্দির, শবিমন্দির, মন্দিরের রান্নাঘর, মন্দিরের সামনে বিরাট দুয়ার সবগুলির সংস্কার করা হবে।