Friday, April 19, 2024
দেশ

রাজ্যসভায় অসভ্য আচরণের জন্য সাসপেন্ড তৃণমূল নেতা ডেরেক ও’ব্রায়েন

কলকাতা ট্রিবিউন ডেস্ক: আপত্তিজনক ব্যবহারের জন্য তৃণমূল কংগ্রেস নেতা ডেরেক ও’ব্রায়েনকে শীতকালীন অধিবেশনের বাকি দিনগুলোর জন্য সাসপেন্ড করা হয়েছে। তিনি মঙ্গলবার নির্বাচনী সংস্কার বিলের প্রতিবাদের সময় রাজ্যসভায় রুল বুক ছুড়ে ফেলে দেন এবং রাজ্যসভা থেকে ওয়াক আউট করেন৷

বিরোধীরা নির্বাচনী আইন (সংশোধনী) বিল ২০২১ এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানায়। তা সত্ত্বেও সংসদের উভয় কক্ষে বিলটি পাস হয়েছে। ডেরেক ও’ব্রায়েন জানান, সদস্যদের পর্যাপ্ত নোটিশ ছাড়াই বিলটি রাজ্যসভায় পাশ করা হচ্ছে।

নয়া এই বিল অনুযায়ী, ভোটার আইডি কার্ডের সঙ্গে আধার নম্বর লিঙ্ক করা হবে৷ কেন্দ্রের দাবি এতে করে ভুয়ো ভোটার রোখা যাবে।

ডেরেক ও’ব্রায়েন বলেন, সরকারের পাস করা এই বিলটি অনেকটা বিতর্কিত কৃষি আইনের মতো, যা সম্প্রতি বাতিল করে নেওয়া হয়েছে।

একের পর এক টুইট বার্তায় ডেরেক ও’ব্রায়েন সরকার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আক্রমণ করেন।

টুইটে তিনি লিখেছেন, শেষবার যখন আমি রাজ্যসভা থেকে সাসপেন্ড হয়েছিলাম তখন কী হয়েছিল আমরা সবাই জানি। সংসদকে উপহাস করছে বিজেপি। এর বিরুদ্ধে প্রতিবাদ করায় সাসপেন্ড করা হয়েছে। আশা করি নয়া বিলটিও শীঘ্রই বাতিল করা হবে।