রাম মন্দির নির্মাণে ১১ কোটি টাকা দিলেন সুরাটের হিরে ব্যবসায়ী
সুরাট: বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে শুরু হয়েছে রাম মন্দির নির্মাণের কাজ। শুক্রবার থেকে অর্থ সংগ্রহের কাজ শুরু হয়েছছে। আর প্রথম দিনেই বিপুল পরিমাণ অনুদান পেয়েছে শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র। জানা গিয়েছে, সর্বপ্রথম অনুদান দিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। তিনি পাঁচ লাখ একশো টাকা দিয়েছেন।
১১ কোটি টাকা অনুদান দিয়েছেন গুজরাটের হিরে ব্যবসায়ী গোবিন্দভাই ঢোলাকিয়া। গুজরাটে বিশ্ব হিন্দু পরিষদের একটি অফিসে গিয়ে অনুদানের এই অর্থ তুলে দেন ঢোলাকিয়া।
এছাড়া আরও কয়েক জন হিরে ব্যবসায়ীও কয়েক কোটি টাকা অনুদান দিয়েছেন রাম মন্দির নির্মাণের জন্য। হিরে ব্যবসায়ী মহেশ কবুতরওয়ালা দিয়েছেন ৫ কোটি টাকা, লোভেজি বাদশা দিয়েছেন ১ কোটি টাকা। আরও কয়েক জন ব্যবসায়ী মিলে দিয়েছেন মোট ৫ কোটি ২১ লাখ টাকা।
তবে শুধু রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী কিংবা হিরে ব্যবসায়ী নয় গোটা দেশের সাধারণ মানুষ অনুদান দিতে পারবেন রাম মন্দির নির্মাণের জন্যে। এর জন্যে ট্রাস্টের তরফে বিভিন্ন অর্থের কুপনের ব্যবস্থা করা হয়েছে।


