যিশু খ্রিস্টের সেরা ২০টি বাণী
‘যিশু’ ইংরেজিতে Jesus, সময় কাল আনুমানিক ৪ খ্রিস্টপূর্বাব্দ থেকে আনুমানিক ৩০ খ্রিস্টাব্দ, যাকে ‘যিশু খ্রিস্ট’ নামে অভিহিত করা হয়েছে। মূলত ছিলেন ইহুদি ধর্মপ্রচারক, পরবর্তীতে যিনি খ্রিস্টধর্মের কেন্দ্রীয় ব্যক্তিত্বে পরিণত হন। খ্রিস্টানগণ বিশ্বাস করেন, তিনি হলেন ঈশ্বরপুত্র এবং তিনিই সে খ্রিস্ট অভিষিক্ত ব্যক্তি ‘মসিহ’, ওল্ড টেস্টামেন্টে যার সম্পর্কে ভবিষ্যদ্বাণী করা হয়েছিল।
প্রভু যিশুর আর্দশ, শিক্ষা এবং প্রদর্শিত পথ পবিত্র বাইবেল দ্বারা নির্দিষ্ট যা খ্রিস্টানদের কাছে GOD’S WORD ঈশ্বরের বাক্য। পৃথিবীর নানা প্রান্তের প্রায় ৪০ জন সাধু ১৬০০ বছরেরও বেশি সময় ধরে বাইবেল রচনা করেছেন। সর্বপ্রথম মুদ্রিত বাইবেল হল গুটেনবার্গ বাইবেল। পৃথিবীতে বিদ্যমান ৭০০০ ভাষার মধ্যে প্রায় ২৮০০ ভাষায় অনুদিত হয়েছে পবিত্র বাইবেল। প্রতি বছর ছাপা হচ্ছে ১০ কোটি, এই পর্যন্ত মুদ্রিত হয়েছে প্রায় ৫০০ কোটিরও অধিক।
যিশু খ্রিস্টের ২০টি বাণী:
১. ক্ষমা করো তুমিও ক্ষমা পাবে।
২. দান করো প্রতিদানে তুমিও পাবে আর তুমি যেমন দেবে ঠিক ততখানি ফেরত পাবে।
৩. ধার দিও ফেরত পাবার কথা না ভেবে, বিনিময়ে তুমি মহা পুরস্কার পাবে।
৪. ধন্য দীনহীনেরা কারণ ঈশ্বরের রাজ্যে তোমাদেরই।
৫. যে তোমার চাদরটা নিয়ে নেয় তাকে তুমি তোমার জামাটাও দিয়ে দাও।
৬. কেউ ভিক্ষা চাইলে তাকে কিছু দিও।
৭. কেউ তোমার কিছু জিনিস নিলে সেটাকে আর ফেরত চেও না।
৮. যারা তোমাকে ভালোবাসে শুধু তাদেরকেই ভালোবাসলে তোমার কৃত্বিত কোথায় বলো? পাপীরাও তো তাই করে।
৯. এমন ছেলে যার সে মা কত সুখী, তার চেয়েও সুখী যে ঈশ্বরের বাক্য শুনে সেই মতো চলে।
১০. অন্যের কাছে যা আশা করো তাদের প্রতি তুমি তেমনি ব্যবহার করো।
১১. যদি কেউ তোমার এক গালে চর মারে তাকে তুমি অন্য গাল পেতে দাও।
১২. এক অন্ধ আরেক অন্ধকে পথ দেখতে পারে না, সে চেষ্টা করলে দুজনেই গর্তে পড়বে।
১৩. ভাইয়ের চোখের কুটটা দেখতে পাও অথচ নিজের চোখের কড়িকাঠ নজরে আসে না।
১৪. কাউকে দোষ দিও না দেখবে তুমিও দোষী হবে না।
১৫. অন্যের বিচার করো না তুমিও বিচারিত হবে না।
১৬. দয়ালু হু যেমন তোমার পিতাও দয়ালু।
১৭. শত্রুকেও ভালোবেসো ও তাদের মঙ্গল করো।
১৮. ধন্য যারা রোদন করে তাদের মুখে হাঁসি ফুটবে।
১৯. ধন্য যারা ক্ষুদিত তারা পরিতৃপ্ত হবে।
২০. আমি আছি তোমার সঙ্গে চিন্তা কেন তোমার… একবার ডাকো.. দেখবে সাড়া পাবে আমার।


