মেয়েদের বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে ভারতের হয়ে জোড়া সোনা জয় নীতু-সুইটির

কলকাতা ট্রিবিউন ডেস্ক: মেয়েদের বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে (IBA Women’s World Boxing Championship) ভারতের জোড়া সোনা জয়। শনিবার নীতু ঘাঙ্ঘাস ও সুইটি বোরা ভারতের হয়ে সোনা জিতলেন।

এদিন ৪৮ কেজি বিভাগের ফাইনালে নীতু ৫-০ ব্যবধানে মঙ্গোলিয়ার লুৎসাইখান অলটানসেটসেগকে হারিয়েছেন। মঙ্গোলিয়ান বক্সার এশিয়া চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতেছিলেন।

অন্যদিকে, ৮১ কেজি বিভাগের ফাইনালে চিনের ওয়াং লিনা হারিয়ে সোনা জিতেছেন সুইটি। ২০১৮ সালের চ্যাম্পিয়ন এবং ২০১৯ সালের ব্রোঞ্জজয়ী সুইটি।