বাড়ছে ইচ্ছাকৃতভাবে ট্রেন লাইনচ্যুত করানোর প্রবণতা; রেললাইনের উপর গাছের গুঁড়ি, সিমেন্টের ব্লক-পাথর, গ্যাস সিলিন্ডার, সাইকেল
কলকাতা ট্রিবিউন ডেস্ক: দেশজুড়ে একের পর এক রেল দুর্ঘটনার খবর সামনে এসেছে। তবে সবথেকে উদ্বেগের বিষয় হল, ট্রেনকে ইচ্ছাকৃত ভাবে লাইনচ্যুত করানোর প্রবণতা ব্যাপকহারে বেড়েছে। কোথাও রেললাইনের উপর গাছের গুঁড়ি, কোথাও সিমেন্টের ব্লক, পাথর, গ্যাস সিলিন্ডার, সাইকেল ফেলে রাখা হচ্ছে। ইচ্ছাকৃত ভাবে ট্রেন লাইনচ্যুতের যে চিত্র সামনে উঠে এসেছে তা কপালে চিন্তার ভাঁজ ফেলেছে রেলের। কিভাবে এটা ঠেকানো যায় তা নিয়ে আলোচনা চলছে।
রেলের রিপোর্ট অনুযায়ী, গত আগস্ট থেকে দেশের বিভিন্ন প্রান্তে ১৮ বার ট্রেন লাইনচ্যুত করার চেষ্টা হয়েছে। শুধু আগস্টেই ১৫ বার ট্রেন লাইনচ্যুত করার চেষ্টা করা হয়েছে। সেপ্টেম্বরের শুরুতে ৩ বার ট্রেন লাইনচ্যুত করার চেষ্টা করা হয়েছে।
উল্লেখ্য, রবিবার কানপুরে কালিন্দি এক্সপ্রেসকে লাইনচ্যুত করার প্রচেষ্টা করা হয়। ওই দিনই রাজস্থানের অজমেরে একটি মালগাড়িকে লাইনচ্যুত করা হয়। অজমেরে রেললাইনের উপরে ৭০ কেজি ওজনের সিমেন্টের ব্লক ফেলে রাখা হয়েছিল। তাতে ধাক্কা লেগে লাইনচ্যুত হয় মালগাড়ি।