Saturday, January 10, 2026
FEATUREDLatest

বাংলাদেশি জঙ্গিদের মদতেই জঙ্গিপুরে অশান্তি, রিপোর্টে জানালো BSF

কলকাতা ট্রিবিউন ডেস্ক: মুর্শিদাবাদের জঙ্গিপুরে সাম্প্রতিক হিংসার ঘটনার নেপথ্যে বাংলাদেশি জঙ্গিদের মদত রয়েছে বলে জানালো বিএসএফ। সীমান্তরক্ষী বাহিনীর গোয়েন্দা বিভাগের জমা দেওয়া একটি গোপন রিপোর্টে উঠে এসেছে বিস্ফোরক তথ্য। সেখানে দাবি করা হয়েছে, জঙ্গিপুর মহকুমায় সংঘটিত হিংসার নেপথ্যে সক্রিয় ভূমিকা পালন করেছে বাংলাদেশি জঙ্গি সংগঠনের সদস্যরা। মূলত বাংলাদেশ সীমান্তের ওপারে অবস্থিত চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে এই মদত আসছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে।

প্রসঙ্গত, জঙ্গিপুর মহকুমার অধিকাংশ সীমান্ত এলাকাই নদীবেষ্টিত। সেই কারণে সেখানে কাঁটাতারের বেড়া বসানো সম্ভব হয়নি। বিএসএফের নজরদারি সত্ত্বেও এই জলসীমান্ত হয়ে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা সহজেই ভারতে ঢুকে পড়ছে বলে রিপোর্টে জানানো হয়েছে। এই সুযোগকে কাজে লাগিয়েই বাংলাদেশি জঙ্গিরা মুর্শিদাবাদের কিছু অংশে প্রবেশ করেছে এবং স্থানীয় একাংশের ভারতীয় নাগরিকদের প্ররোচিত করেছে বলে আশঙ্কা প্রকাশ করেছে বিএসএফ।

রিপোর্ট অনুযায়ী, এই প্ররোচনার পদ্ধতিও ছিল সুপরিকল্পিত—মুখোমুখি বৈঠক ছাড়াও ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলোচনা করে স্থানীয়দের হিংসায় উদ্বুদ্ধ করার চেষ্টা চালিয়েছে তারা। বিএসএফের দাবি, হামলাকারীদের মধ্যে বাংলাদেশি নাগরিক থাকার সম্ভাবনাও একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

শুধু জঙ্গিপুরই নয়, রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছে যে, রাজ্যের আরও কয়েকটি সীমান্তবর্তী জেলা—বিশেষ করে মালদার কিছু অংশ—এই ধরনের হিংসার সম্ভাবনার মুখে রয়েছে। মালদার ওপারেও রয়েছে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলা, যা ইতিমধ্যেই জঙ্গি কার্যকলাপের জন্য কুখ্যাত। তাই সেখান থেকেও অনুপ্রবেশ ও মদতের আশঙ্কা থাকছে বলে সতর্ক করেছে বিএসএফ।

এই পরিস্থিতিতে সীমান্ত অঞ্চলে নজরদারি আরও জোরদার করার সুপারিশ করেছে বিএসএফের গোয়েন্দা বিভাগ। পাশাপাশি রাজ্য প্রশাসনের তরফেও কড়া পদক্ষেপের দাবি উঠছে বিভিন্ন মহল থেকে। তবে এই গোয়েন্দা রিপোর্ট প্রকাশ্যে আসার পর রাজ্য সরকারের পক্ষ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।