Sunday, September 15, 2024
দেশ

‘ভারতের নিউজ পোর্টালে চিনের বিনিয়োগ’, বলছে মার্কিন রিপোর্ট; রাহুল গান্ধীর ঘৃণার দোকানে চিনা সামগ্রীও রয়েছে: নিশিকান্ত দুবে

কলকাতা ট্রিবিউন ডেস্ক: মার্কিন রিপোর্টে ভয়াবহ তথ্য উঠে এল। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের রিপোর্টে উঠে এসেছে, ভারতের নিউজ পোর্টালে চিনের বিনিয়োগ রয়েছে।

মার্কিন সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, ভারতের নিউজক্লিক নামে একটি পোর্টালে চিনা বিনিয়োগ রয়েছে। এ প্রসঙ্গে বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের অভিযোগ, রাহুল গান্ধীর ঘৃণার দোকানে চিনা সামগ্রীও আছে।’

নিশিকান্ত দুবের সাংবাদিক চীনা অপপ্রচারের সঙ্গে যুক্ত। দুবে আরও অভিযোগ করেন, কংগ্রেস বরাবরই চীনা অর্থ নেয় এবং তা নিয়ে তদন্ত হওয়া উচিত। ২০০৫ থেকে ২০১৪ পর্যন্ত চীন সরকার কংগ্রেসকে অর্থ জুগিয়ে গিয়েছে।

বিজেপি সাংসদের আরও অভিযোগ, ‘২০০৮ সালে চিন সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীকে আমন্ত্রণ জানিয়েছিল। ডোকলাম সমস্যার সময়ও তারা চিনের সঙ্গে যোগাযোগ রেখেছিল। চিন সরকারের সহায়তায় কংগ্রেস ভারত ভাঙার চেষ্টা চালাচ্ছে। ভারত সরকারের উচিত কংগ্রেস তহবিলে চিনা বিনিয়োগ নিয়ে তদন্ত করা। কংগ্রেসের দোকানে ঝাঁপ ফেলে দেওয়া।’