‘ভারতের মোট জনসংখ্যার ৮২ শতাংশই হিন্দু, সেই নিরিখে ভারতকে হিন্দু রাষ্ট্র বলা যেতেই পারে’
কলকাতা ট্রিবিউন ডেস্ক: পন্ডিত ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রী (Pandit Dhirendra Krishna Shastri) ভারতকে হিন্দু রাষ্ট্র গঠন ডাক দিয়েছেন। এ প্রসঙ্গে মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথ (Kamal Nath) বলেন, ‘প্রত্যেকের নিজস্ব মতামত রয়েছে। দেশের জনসংখ্যার ৮২ শতাংশ হিন্দু। সেই নিরিখে ভারতকে হিন্দু রাষ্ট্র বলা যেতেই পারে।’
উল্লেখ্য, বাগেশ্বর ধামের আচার্য ধীরেন্দ্র শাস্ত্রী এবং কংগ্রেস নেতা কমলনাথের মধ্যে সুসম্পর্ক রয়েছে। কমলনাথকে বাগেশ্বর ধামে দেখা গেছে বেশ কয়েকবার।
সোমবার কমলনাথ যখন আচার্য ধীরেন্দ্র শাস্ত্রীর তিনদিনের হনুমান কথার সমাপ্তিতে ছিন্দওয়াড়ায় পৌঁছান। তখন কমলনাথ নিজেকে তাঁর সবচেয়ে বড় ভক্ত বলে দাবি করেন। এ সময় সাংবাদিকরা কমলনাথকে হিন্দু জাতি নিয়ে প্রশ্ন করলে তিনি চমকপ্রদ উত্তর দেন।
কমলনাথ বলেন, “আমি একজন হিন্দু এবং গর্বের সঙ্গে বলি যে আমি একজন হিন্দু।” এদিনের অনুষ্ঠানের পর পণ্ডিত ধীরেন্দ্র শাস্ত্রীকে সঙ্গে নিয়ে বিশেষ বিমানে ভোপাল পৌঁছন কমলনাথ।