রাজ্যসভার অধিবেশনে বিশৃঙ্খল আচরণের অভিযোগে সাসপেন্ড তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন
কলকাতা ট্রিবিউন ডেস্ক: মঙ্গলবার লোকসভায় অনাস্থা বিতর্ক শুরু হওয়ার আগেই রাজ্যসভায় সাসপেন্ড করা হল তৃণমূলের সাংসদ ডেরেক ও’ব্রায়েনকে। রাজ্যসভার অধিবেশনে বিশৃঙ্খল আচরণের অভিযোগে ডেরেককে সাসপেন্ড করা হয়েছে।
TMC सांसद #DerekOBrien को राज्यसभा से पूरे सत्र के लिए सस्पेंड किया गया#TMC #DerekOBrien #Suspended #NoConfidenceMotion #LokSabha #ManipurViolence #PMModi #ParliamentMonsoonSession pic.twitter.com/P9Xhe9xrAG
— India TV (@indiatvnews) August 8, 2023
এদিন লোকসভায় মণিপুর ইস্যুতে আলোচনা চেয়ে ডেরেক ও’ব্রায়েন ‘হট্টগোল’ শুরু করলে তাঁকে সাসপেন্ড করার প্রস্তাব পেশ করেন রাজ্যসভার নেতা পীযূষ গোয়াল। এরপরেই ডেরেককে বাদল অধিবেশনের বাকি দিনগুলির জন্য সাসপেন্ড করেন চেয়ারম্যান জগদীপ ধনকর।