Elon Musk on Nikhil Kamath’s podcast:মেধাবী ভারতীয়দের ছাড়া আমেরিকার অগ্রগতি সম্পূর্ণ হবে না: ইলন মাস্ক
কলকাতা ট্রিবিউন ডেস্ক: মেধাবী ভারতীয়দের অবদান ছাড়া আজকের আমেরিকার অগ্রগতির চিত্র অসম্পূর্ণ, সম্প্রতি এমনটাই মন্তব্য করেছেন বিশ্বের অন্যতম শীর্ষ ধনকুবের ও টেসলা-র কর্ণধার ইলন মাস্ক। জিরোধার সহ-প্রতিষ্ঠাতা নিখিল কামাথের জনপ্রিয় পডকাস্ট ‘ডব্লিউডিএফ ইজ’-এর সাম্প্রতিক পর্বে অংশগ্রহণ করে আমেরিকার প্রযুক্তি ও গবেষণা ক্ষেত্রে ভারতীয় প্রতিভার ভূমিকা তুলে ধরেন ইলন মাস্ক।
প্রযুক্তিক্ষেত্রে ভারতীয়দের দীর্ঘদিনের অবদান
পডকাস্টে ইলন মাস্ক জানান, ‘মার্কিন প্রযুক্তি ও উদ্ভাবন জগতে ভারতীয়রা দীর্ঘদিন ধরেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। মার্কিন অর্থনীতি ও প্রযুক্তি শিল্প প্রতিনিয়ত দক্ষ মানবসম্পদের ঘাটতির মুখোমুখি হয়। সেই প্রেক্ষিতে ভারত সহ বিভিন্ন দেশ থেকে মেধাবী পেশাদারদের আগমন আমেরিকার অগ্রগতির অন্যতম মূল ভিত্তি।
Out now @elonmusk pic.twitter.com/dQVLniUgWA
— Nikhil Kamath (@nikhilkamathcio) November 30, 2025
অভিবাসন নীতি-কড়াকড়ির মাঝেই মাস্কের বার্তা
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বিদেশি কর্মী ও ছাত্রছাত্রীদের প্রবেশে বাড়তি কড়াকড়ি আরোপ করছে, এই পরিস্থিতিতে মাস্কের এই মন্তব্য বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মাস্ক ইঙ্গিত দেন, ‘অভিবাসন ব্যবস্থার কিছু অপব্যবহার থেকেই আমেরিকায় অভিবাসন-বিরোধী মনোভাবের উত্থান। তবে তা সত্ত্বেও দক্ষ মানবসম্পদের অভাব পূরণে বিদেশি প্রতিভা অপরিহার্য।’
স্বপ্ন ফিকে হয়ে আসছে বহু ভারতীয় তরুণ-তরুণীর
সাম্প্রতিককালে ভিসা সংক্রান্ত অনিশ্চয়তা, নিয়মের ঘনঘন পরিবর্তন ও কঠোর নীতির কারণে হাজার হাজার ভারতীয় তরুণ-তরুণীর কাছে আমেরিকায় গিয়ে পড়াশোনা বা চাকরি করার স্বপ্ন ক্রমশ দূরে সরে যাচ্ছে। বহু ভারতীয় পরিবার যেখানে উন্নত শিক্ষা, উচ্চ আয় ও উন্নত জীবনযাত্রার আশায় মার্কিন মুলুকে গিয়েছিলেন, তাঁদের অনেকেই এখন অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি।
সীমান্ত নিয়ন্ত্রণ নিয়ে মাস্কের মন্তব্য
সীমান্ত নিয়ন্ত্রণ প্রসঙ্গে পৃথিবীর শীর্ষ ধনী ইলন মাস্ক জানান, ‘বাইডেন প্রশাসনের আমলে সীমান্তে নজরদারি দুর্বল হয়ে পড়েছিল। একটি দেশের সার্বভৌমত্ব রক্ষা পায় শক্তিশালী সীমান্ত নিয়ন্ত্রণ ব্যবস্থার মাধ্যমেই। সরকার যদি বেআইনি অভিবাসীদের সুবিধা দিয়ে উৎসাহিত করে, তবে তা দীর্ঘমেয়াদে কোনও দেশেরই পক্ষে শুভ নয়।’
চাকরির বাজারে বিদেশিদের বিরুদ্ধে ক্ষোভ—’বাস্তবে উল্টো ছবি’
আমেরিকায় স্থানীয়দের চাকরি কেড়ে নিচ্ছেন ভিনদেশিরা, এমন অভিযোগকেও ইলন মাস্ক গুরুত্ব দিতে রাজি নন। তাঁর অভিজ্ঞতায়, ‘জটিল প্রযুক্তিগত কাজের জন্য যথেষ্ট দক্ষ মার্কিন কর্মী পাওয়া কঠিন। ফলে বিদেশ থেকে আরও বেশি দক্ষ পেশাদার এলে আমেরিকাই লাভবান হয়।’
এইচ-১বি ভিসা নিয়ে মাস্কের অবস্থান
মাস্ক স্বীকার করেন, ‘কিছু আউটসোর্সিং সংস্থা এইচ-১বি ভিসা ব্যবস্থার অপব্যবহার করেছে। তবে এর সমাধান ভিসা ব্যবস্থা বন্ধ করা নয়, বরং অপব্যবহার বন্ধের জন্য শক্তিশালী নীতি প্রণয়ন। টেসলা, স্পেসএক্স, এক্স এবং এক্সএআই, মাস্কের প্রতিটি সংস্থাই বিশ্বজুড়ে সেরা প্রতিভা নিয়োগের লক্ষ্যেই এগোচ্ছে।’
নতুন বিতর্কের সূচনা
মাস্কের এই মন্তব্য আন্তর্জাতিক পরিসরে অভিবাসন, কর্মসংস্থান ও মেধা-নির্ভর অর্থনীতির ভবিষ্যৎ নিয়ে নতুন আলোচনার সূত্রপাত করেছে। বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, বর্তমান ভূরাজনৈতিক পরিস্থিতিতে দক্ষ অভিবাসীদের গুরুত্ব আরও বাড়বে। অন্যদিকে, আমেরিকার অভ্যন্তরে অভিবাসন-বিরোধী রাজনীতির উত্থান ভবিষ্যতে এই সমীকরণ বদলে দিতে পারে।


