Wednesday, October 9, 2024
আন্তর্জাতিক

গোটা বিশ্বের স্কুলগুলিতে স্মার্টফোন নিষিদ্ধ করার আহ্বান ইউনেস্কোর

কলকাতা ট্রিবিউন ডেস্ক: শ্রেণীকক্ষে মোবাইল ফোন ব্যবহারে শিক্ষার্থীদের মনোযোগে ব্যাঘাত হচ্ছে। তাই শিক্ষার মান উন্নয়নে এবং শিশুদের সাইবারবুলিং থেকে বাঁচাতে সারা বিশ্বে স্কুলে স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধের আহ্বান জানালো জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো।

ইউনেস্কো বলেছে, অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহারের ফলে যে শিক্ষাগত পারফরম্যান্স কমে যাচ্ছে এবং স্ক্রিন টাইম বেশি হলে শিশুদের মানসিক স্থিতিশীলতার ওপর প্রভাব ফেলছে।

ইউনেস্কো আরও বলেছে, স্কুলে স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধের আহ্বান জানানোর মাধ্যমে তারা একটি স্পষ্ট বার্তা দিতে চায় যে, কৃত্রিম বুদ্ধিমত্তাসহ সব ধরনের ডিজিটাল প্রযুক্তিই মানবকেন্দ্রিক দৃষ্টিভঙ্গির অধীন হওয়া উচিত। কখনোই তা শিক্ষকের সঙ্গে মুখোমুখি মিথস্ক্রিয়ার বিকল্প হওয়া উচিত নয়।

ইউনেস্কো বলেছে, শ্রেণীকক্ষে বা বাড়িতে অতিমাত্রায় বা প্রযুক্তির অসঙ্গত ব্যবহার, সেটা স্মার্টফোন হোক কিংবা ট্যাব বা ল্যাপটপ যাই হোক; তা শিক্ষার্থীদের মনোযোগ নষ্ট করতে পারে। শেখার ওপর ক্ষতিকর প্রভাব ফেলে।