Wednesday, October 9, 2024
রাজ্য​

‘মণিপুরের ঘটনায় নিন্দা করলেও, মালদা নিয়ে চুপ কেন মমতা বন্দ্যোপাধ্যায়?’

কলকাতা ট্রিবিউন ডেস্ক: গত কয়েক মাস ধরে জ্বলছে মণিপুর। সর্বশেষ ২ মহিলাকে রাস্তায় নগ্ন করে ঘোরানো এবং গর্ণধর্ষণের ভিডিও ভাইরাল হতেই অশান্তি আরও বেড়েছে। ভাইরাল ভিডিওর ঘটনায় নিন্দা জানিয়েছে গোটা দেশ। নিন্দা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। 

বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল বুধবার প্রশ্ন তুলেছেন, “মমতা বন্দ্যোপাধ্যায় মণিপুর নিয়ে সুর চড়িয়েছেন, অথচ তিনি মালদার ঘটনায় চুপ কেন?”


অগ্নিমিত্রা পাল বলেন, ‘প্রায় প্রতিদিনই পশ্চিমবঙ্গে মহিলাদের উপর আক্রমণ হয়। পুলিশ কোনও পদক্ষেপ নেয় না। অথচ দিনের শেষে রাজ্য সরকার দাবি করে পশ্চিমবঙ্গ মহিলাদের জন্য সুরক্ষিত। কারণ এখানে কোনও ঘটনা ঘটলে, এফআইআর দায়ের করা যায়।’

উল্লেখ্য, মালদহ জেলার বানগোলার পাকুয়াহাটে সপ্তাহের প্রতি মঙ্গলবার হাট বসে। হাটে ২ মহিলাকে চোর সন্দেহে আটক করে বেধড়ক মারধরের ঘটনা ঘটেছে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, ‘ওই ২ মহিলাকে কেউ জুতা দিয়ে মারছেন, কেউ কিল, চড়, ঘুসি, লাথি মারছেন। কেউ আবার চুলের মুঠি ধরে হ্যাঁচকা টান দিচ্ছেন। টানাটানির ফলে ওই দুই নারীর পরনের পোশাক খুলে যায়। তবুও থামেনি মারধর।’

ঘটনার সময় পাশেই দাঁড়িয়ে ছিল সিভিক পুলিশ। কিন্তু তাতেও থামেনি মারধর। ঘটনার দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর নিন্দার ঝড় উঠেছে। পশ্চিমবঙ্গের আইন-শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠেছে।