Wednesday, November 19, 2025
Latestআন্তর্জাতিক

যুদ্ধবিরতি চুক্তি ভেঙে আফগানিস্তানে এয়ার স্ট্রাইক পাকিস্তানের, মৃত ৩ ক্রিকেটার

কলকাতা ট্রিবিউন ডেস্ক: যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করলো পাকিস্তান। এয়ার স্ট্রাইকে আফগানিস্তানের পাক্তিকা প্রদেশে অন্তত ১০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজন আফগান ক্রিকেটারও রয়েছেন।

আফগান কর্তৃপক্ষ বলছে, পাকিস্তান সংঘর্ষবিরতি লঙ্ঘন করে হামলা চালিয়েছে। আফগানিস্তানের পাক্তিকার বিভিন্ন এলাকায় পাকিস্তানি বিমান বোমা ফেলেছে বলে আফগান সূত্র দাবি করেছে। আঘাতে কমপক্ষে ৮–১০ জনের মৃত্যু হয়েছে; মৃতদের মধ্যে দুই শিশু আছেন এবং ঘটনাস্থলে মারাত্মক ক্ষয়ক্ষতি হয়েছে।

আফগানিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে, পাকিস্তানের হামলায় ৩ জন আফগান ক্রিকেটার নিহত হয়েছেন। তারা বন্ধুত্বপূর্ণ ম্যাচ শেষে ফেরার পথে ছিলেন। আফগান দলের অধিনায়ক রশিদ খান এবং ক্রীড়া মহল তীব্র নিন্দা ও শোক প্রকাশ করেছেন। আফগান বোর্ড ত্রিদেশীয় টি২০ সিরিজ থেকে দল প্রত্যাহারের ঘোষণা করেছে।


চলতি সপ্তাহে আফগানিস্তান ও পাকিস্তানের সীমান্তবর্তী এলাকায় উত্তেজনা তৈরি হয়। দু’দেশের মধ্যে সংঘর্ষ শুরু হয়। রক্তক্ষয়ী সংঘর্ষের পর প্রাথমিকভাবে পাকিস্তান সংঘর্ষবিরতির আবেদন করে। এরপর আফগান কর্তৃপক্ষ ৪৮ ঘণ্টার জন্য তা মেনে নেয়। আফগান কর্তৃপক্ষ বলছে, পাকিস্তান পরে নিজেই যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে তাদের ওপর বিমান হামলা চালিয়েছে। 

এ প্রসঙ্গে তালিবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ আফগান সশস্ত্র বাহিনীকে বলেছেন, “যদি পাকিস্তান হামলা চালায়, তাহলে নিজেদের দেশ রক্ষা করার পূর্ণ অধিকার তাদের রয়েছে।”