Sunday, November 23, 2025
আন্তর্জাতিক

রমজান মাসে গান সম্প্রচার করায় আফগানিস্তানের একমাত্র নারী-চালিত রেডিও স্টেশন বন্ধ করে দিল তালিবান

কলকাতা ট্রিবিউন ডেস্ক: রমজান মাসে গান সম্প্রচার করায় আফগানিস্তানের নারী-চালিত রেডিও স্টেশন বন্ধ করে দিয়েছে তালিবান সরকার। আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলের ওই রেডিও স্টেশনটির ৮ জন কর্মীর মধ্যে ৬ জন নারী।

বন্ধ করে দেওয়া ওই রেডিও স্টেশনের নাম সাদাই বানোওয়ান। যার অর্থ নারীর কণ্ঠ। এটি আফগানিস্তানের একমাত্র নারী-চালিত রেডিও স্টেশন ছিল। ১০ বছর আগে কার্যক্রম শুরু করে এই রেডিও স্টেশনটি।

আফগানিস্তানের বাদাখশান প্রদেশের তথ্য ও সংস্কৃতি বিষয়ক পরিচালক মোয়েজুদ্দিন আহমাদি বলেন, রেডিও স্টেশনটি রমজান মাসে গান ও সঙ্গীত সম্প্রচার করে ‘ইসলামিক আমিরাতের আইন ও বিধি’ বেশ কয়েকবার লঙ্ঘন করেছে। তাই এটি বন্ধ করে দেওয়া হয়েছে।

যদিও নীতি লঙ্ঘনের কথা অস্বীকার করেছেন রেডিও স্টেশনটির প্রধান নাজিয়া সরোশ। এটিকে একটি ষড়যন্ত্র বলে অভিহিত করেন তিনি। নাজিয়া বলেন, “তালিবানরা ‘আমাদের বলেছে- আপনি সঙ্গীত সম্প্রচার করেছেন। তবে আমরা কোনও ধরনের সঙ্গীত সম্প্রচার করিনি।”

বৃহস্পতিবার সকাল ১১টা ৪০ মিনিটে তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয় এবং ভাইস অ্যান্ড ভার্চু অধিদপ্তরের প্রতিনিধিরা রেডিও স্টেশনে এসে এটি বন্ধ করে দেন।