‘২১৩টি আসন জিতেই পশ্চিমবঙ্গকে আলাদা দেশ, নিজেকে প্রধানমন্ত্রী ভাবছেন’
নয়াদিল্লি: মঙ্গলবার অমিত শাহ, জেপি নাড্ডার সঙ্গে বৈঠকের পর বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বৈঠকে শুভেন্দুর অভিযোগ, বাংলায় গণতন্ত্র বলে কিছু নেই। বিজেপি কর্মীদের উপর অত্যাচার হচ্ছে বলেও জানান শুভেন্দু।
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পশ্চিমবঙ্গে ভোট-পরবর্তী হিংসা, পশ্চিমবঙ্গে সংশোধিত নাগরিকত্ব আইন কার্যকর করা সহ অন্যান্য বিষয়ে আলোচনা করেছেন বলে খবর। বৈঠকের পর শুভেন্দু বলেন, কেউ ২১৩টি আসন জেতার পরে পশ্চিমবঙ্গকে আলাদা দেশ ভাবতে শুরু করেছেন। নিজেকে প্রধানমন্ত্রী ভাবছেন। মনে করছেন রাজ্যের নিজস্ব সংবিধান আছে, টাকা ছাপানোর মেশিন আছে। কেউ সেটা ভাবতেই পারেন। কিন্তু আমরা সেটা ভাবব না।
উল্লেখ্য, সম্প্রতি ঘূর্ণিঝড় ইয়াস পরবর্তী ক্ষয়ক্ষতি পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের প্রাক্তন মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের উপস্থিত না হওয়া নিয়ে কেন্দ্র-রাজ্য সঙ্ঘাত চরমে ওঠে। তখন রীতিমতো কেন্দ্রের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন বাংলার মুখ্যমন্ত্রী। যা নিয়ে তাঁকে একহাত করে নেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাও।
এদিন প্রধানমন্ত্রীর সাথে বৈঠকের পর মমতা বন্দ্যোপাধ্যায়কেই যে নিশানা করে এই কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারী তা পুরোপুরি স্পষ্ট। বিজেপির অভিযোগ একুশের বিধানসভা ভোটের ফলাফল ঘোষণার পর তাদের অসংখ্য কর্মীকে হত্যা করেছে রাজ্যের শাসক দল। এমনকি, রাজ্য ছেড়ে ভিন রাজ্যে আশ্রয় নিয়েছে কিছু কিছু পরিবার।

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।

