Thursday, September 19, 2024
রাজ্য​

প্রাথমিক শিক্ষক নিয়োগে গ্রাহ্য হবে শুধুমাত্র ডিএলএড এবং ডিএড, রায় সুপ্রিম কোর্টের

কলকাতা ট্রিবিউন ডেস্ক: শুক্রবার প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে বড় রায় দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত রায়ে জানিয়েছে, প্রাথমিক শিক্ষক নিয়োগে গ্রাহ্য হবে শুধুমাত্র ডিএলএড এবং ডিএড। এক্ষেত্রে বিএড-রা সুযোগ পাবেন না। পশ্চিমবঙ্গের পাশাপাশি গোটা দেশে কার্যকর করা হবে এই নিয়ম।

সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, যেহেতু ডিএলএড এবং ডিএড ডিগ্রিধারীরা প্রাথমিক স্তরে পড়ানোর জন্য প্রশিক্ষণপ্রাপ্ত। তাই তাঁদের প্রাথমিক শিক্ষক পদে নিয়োগ করা উচিত। আর বিএড ডিগ্রিধারীদের নিয়োগ করা হোক মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরে। 

এতদিন জাতীয় শিক্ষক শিক্ষণ পর্ষদ (এনসিটিই)-এর নির্দেশিকা অনুযায়ী, বিএডরা মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকের পাশাপাশি প্রাথমিকেও সুযোগ পেতেন। এনসিটিই-র ওই নির্দেশিকা চ্যালেঞ্জ করে দেশজুড়ে মামলা করেন ডিএলএডরা।

মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ ছিল, বিএড প্রশিক্ষিতরাও প্রাথমিকে চাকরির জন্য আবেদন করতে পারবেন। তবে তার সেই রায় খারিজ করে দিল সুপ্রিম কোর্ট।