Thursday, September 19, 2024
কলকাতা

‘আমার ছেলেকে খুন করা হয়েছে’, থানায় মামলা দায়ের করলেন স্বপ্নদীপের বাবা

কলকাতা ট্রিবিউন ডেস্ক: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হস্টেল থেকে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে বাংলা বিভাগের প্রথম বর্ষের ছাত্র স্বপ্নদীপ কুণ্ডুর। র‌্যাগিংয়ের জেরে মৃত্যু হয়েছে অভিযোগ তুলেছেন মৃতের পরিবার।

ছেলের মৃত্যুর ঘটনায় হস্টেলের আবাসিকদের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করলেন স্বপ্নদীপের বাবা রমাপ্রসাদ কুণ্ডু। খুনের অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করেছে কলকাতা পুলিশ। 

জানা গেছে, স্বপ্নদীপের বাবা ছেলের মৃত্যুর ঘটনায় অভিযোগ পত্রে নির্দিষ্ট কারও নাম উল্লেখ করেননি। অভিযোগ দায়ের হতেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যেই এই ঘটনায় এখনও পর্যন্ত ১০-১৫ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে এখনও পর্যন্ত কাউকে আটক বা গ্রেফতার করা হয়নি।

জানা গেছে, বুধবার রাত ১১.৪৫ মিনিট নাগাদ হস্টেলের তৃতীয় তলার বারান্দা থেকে পড়ে যান স্বপ্নদীপ। দ্রুত তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টে নাগাদ তাঁর মৃত্যু হয়। 

মৃতের পরিবারের দাবি, ‘বুধবার রাতেও মায়ের সঙ্গে কথা বলেছে স্বপ্নদ্বীপ। সে তার মাকে বলেছিল, আমি ভালো নেই। আমার খুব ভয় করছে। শীঘ্রই বাবাকে আমাকে নিয়ে যেতে বলো, তোমাদের সঙ্গে অনেক কথা রয়েছে।’