Wednesday, October 9, 2024
কলকাতা

‘হস্টেলের নীচ থেকে নগ্ন ও অচৈতন্য অবস্থায় পাওয়া যায় স্বপ্নদীপকে’, জানালেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রত্যক্ষদর্শী পড়ুয়া

কলকাতা ট্রিবিউন ডেস্ক: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রথম বর্ষের ছাত্র স্বপ্নদীপ কুন্ডুর রহস্যমৃত্যু সম্পর্কে এবার চাঞ্চল্যকর তথ্য উঠে এল। ইতিমধ্যেই তার ছেলেকে খুন করা হয়েছে বলে পুলিশে অভিযোগ দায়ের করেছেন স্বপ্নদীপের বাবা রমাপ্রসাদ কুণ্ডু।

এবার ঘটনার প্রত্যক্ষদর্শী যাদবপুর বিশ্ববিদ্যালয়েরই গবেষক পড়ুয়া হাসান গায়েন ইটিভি ভারতকে জানিয়েছেন, “আমি তখন নীচে পরিবারের সঙ্গে কথা বলছিলাম একটা আওয়াজ শুনতে পেয়েছিলাম। সামনে একজন কে জিজ্ঞাসা করাতে তিনি বলেন, মিটিং হচ্ছে। এর কিছু পরে আওয়াজটা আরও জোরে শুনতে পাই। বিষয়টা কী বোঝার আগেই দেখি, একটি ছেলে যেভাবে পুকুরে সাঁতার কাটার জন্য ঝাঁপ দেয়। ঠিক সেইভাবে ঝাঁপ দিল। তখন ওর পরনে কিছু ছিল না। আমি দেখে সঙ্গে সঙ্গে অন্যান্যদের ডাকি। তারপর হাসপাতালে নিয়ে যাই।” 

ব়্যাগিংয়ের জেরেই কি এই মৃত্যু ? এ প্রসঙ্গে হাসান গায়েন বলেন, “ঘটনার স্বচ্ছ তদন্তের দাবি জানাই।”

উল্লেখ্য, স্বপ্নদীপের মৃত্যুর পর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের জিওলজি বিভাগের প্রথম বর্ষের ছাত্র অর্পণ মাঝি হস্টলে ব়্যাগিংয়ের ভয়াবহ চিত্রের দিকটি ফেসবুক পোস্টে তুলে ধরেছেন।

স্বপ্নদীপের পরিবারও অভিযোগ তুলেছে ব়্যাগিংয়ের জেরেই মৃত্যু হয়েছে তাদের ছেলের।