Sunday, January 11, 2026
FEATUREDদেশ

ইন্ডিয়া গেটে বসবে নেতাজির মূর্তি, বড় ঘোষণা প্রধানমন্ত্রী মোদীর

কলকাতা ট্রিবিউন ডেস্ক: নেতাজি সুভাষ চন্দ্র বসুর ১২৫ তম জন্মবার্ষিকীর আগে বড় ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার টুইট বার্তায় প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন, স্বাধীনতা আন্দোলনে নেতাজির অবদানকে সম্মান জানাতে তাঁর মূর্তি ইন্ডিয়া গেটে স্থাপন করা হবে। গ্রানাইট পাথর দিয়ে তৈরি করা হবে এই মূর্তি।

তবে এখনও সম্পূর্ণ হয়নি গ্রানাইট পাথর দিয়ে নেতাজির মূর্তি নির্মাণের কাজ। তাই যতদিন না হওয়া পর্যন্ত মূর্তি নির্মাণের কাজ শেষ হচ্ছে ততদিন ইন্ডিয়া গেটে নেতাজির হলোগ্রাম মূর্তি থাকবে। এদিন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী টুইটে জানিয়েছেন, আমি ২৩ শে জানুয়ারি নেতাজির জন্মবার্ষিকীতে হলোগ্রাম মূর্তিটি উন্মোচন করব।

টুইট বার্তায় প্রধানমন্ত্রী লিখেছেন, এমন একটি সময়ে যখন সমগ্র জাতি নেতাজি সুভাষ চন্দ্র বসুর ১২৫ তম জন্মবার্ষিকী উদযাপন করতে চলেছে তখন আমি জানতে চাই, গ্রানাইট পাথর দিয়ে তৈরি তাঁর বিশাল মূর্তি ইন্ডিয়া গেটে স্থাপন করা হবে। দেশের স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য দেশ তার কাছে ঋণী, তারই প্রতীক হিসেবে তৈরি হতে চলেছে এই মূর্তি।

Somoresh Sarkar

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।