Monday, January 12, 2026
জীবনযাপন

অ্যাপলের নতুন অপারেশনস প্রধান হলেন ভারতীয় বংশোদ্ভূত

কলকাতা ট্রিবিউন ডেস্ক: বিশ্ববিখ্যাত প্রযুক্তি সংস্থা অ্যাপলের চিফ অপারেটিং অফিসার (সিওও) পদে প্রথমবারের জন্য নিযুক্ত হলেন ভারতীয় বংশোদ্ভূত এক কর্মকর্তা। দীর্ঘ ৩০ বছর অ্যাপলে কাজ করার অভিজ্ঞতা থাকা সাবিহ খানকে এই দায়িত্বে নিযুক্ত করেছে সংস্থা। চলতি মাসেই তিনি এই নতুন দায়িত্ব গ্রহণ করবেন। বিদায়ী সিওও জেফ উইলিয়ামসের স্থলাভিষিক্ত হবেন তিনি।

উত্তরপ্রদেশ থেকে শুরু, অ্যাপলের শীর্ষে যাত্রা

১৯৬৬ সালে ভারতের উত্তরপ্রদেশের মোরাদাবাদে জন্ম সাবিহ খানের। ছোটবেলাতেই পরিবারের সঙ্গে চলে যান সিঙ্গাপুরে। পরে উচ্চশিক্ষার জন্য পাড়ি দেন মার্কিন যুক্তরাষ্ট্রে। তিনি টাফটস বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি ও যান্ত্রিক প্রকৌশলে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এরপর রেনসেলার পলিটেকনিক ইনস্টিটিউট থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর করেন।

পেশাগত জীবনের শুরুতে তিনি জেনারেল ইলেকট্রিকের (জিই) প্লাস্টিকস বিভাগে কাজ করেন। ১৯৯৫ সালে যোগ দেন অ্যাপলের প্রোকিউরমেন্ট টিমে। তারপর থেকে তিনি অ্যাপলের বৈশ্বিক অপারেশনস ও সাপ্লাই চেইন বিভাগে একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন।

নেতৃত্ব, প্রযুক্তি এবং পরিবেশের সমন্বয়

বর্তমানে সাবিহ খান অ্যাপলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (অপারেশনস)। তাঁর অধীনে রয়েছে সংস্থার গ্লোবাল সাপ্লাই চেইন, সরবরাহকারী নৈতিকতা কর্মসূচি এবং অপারেশনস টিম। অ্যাপলের পণ্য উৎপাদন থেকে বাজারজাতকরণ, প্রতিটি ধাপেই রয়েছে তাঁর প্রত্যক্ষ তত্ত্বাবধান।

অ্যাপল জানিয়েছে, সাবিহ খানের নেতৃত্বে মার্কিন যুক্তরাষ্ট্রে উৎপাদন সম্প্রসারণ হয়েছে। একইসঙ্গে বৈশ্বিক উৎপাদনেও এসেছে উন্নত প্রযুক্তি। করোনাকালীন বিশ্বজোড়া সাপ্লাই চ্যালেঞ্জের মধ্যেও কোম্পানির কার্যকারিতা বজায় রাখতে তাঁর ভূমিকা ছিল নজরকাড়া।

পরিবেশবান্ধব প্রযুক্তিতে অগ্রণী

সাবিহ খানের আরেকটি বড় অবদান হল অ্যাপলের পরিবেশবান্ধব অভিযানে নেতৃত্ব। তাঁর তত্ত্বাবধানে অ্যাপলের কার্বন নিঃসরণ ৬০ শতাংশেরও বেশি হ্রাস পেয়েছে। টেক জায়ান্টটির পরিবেশ সচেতনতার ক্ষেত্রে এটি এক বড় মাইলফলক।

টিম কুকের প্রশংসা

অ্যাপলের সিইও টিম কুক এক বিবৃতিতে বিদায়ী সিওও জেফ উইলিয়ামসের অবদানের কথা স্মরণ করে বলেন, “জেফ অ্যাপলের সাপ্লাই চেইনের রূপকার, অ্যাপল ওয়াচের স্থপতি এবং স্বাস্থ্য কৌশলের পথপ্রদর্শক।” একইসঙ্গে নতুন সিওও সাবিহ খানের ভূয়সী প্রশংসা করে বলেন, “সাবিহ একজন মেধাবী কৌশলবিদ। মূল্যবোধে অটল এবং হৃদয় দিয়ে নেতৃত্ব দেন। আমি নিশ্চিত, তিনি অ্যাপলের অপারেশনসে ব্যতিক্রমী নেতৃত্ব দেবেন।”

নতুন দিগন্তের প্রত্যাশা

সাবিহ খানের নেতৃত্বে অ্যাপল এখন নতুন দিগন্তে পা রাখবে বলে আশাবাদী সংস্থাটি। ভারতীয় বংশোদ্ভূত এই নির্বাহী নতুন দায়িত্ব গ্রহণের মাধ্যমে বিশ্ব প্রযুক্তি অঙ্গনে আবারও ভারতীয় প্রতিভার নেতৃত্ব তুলে ধরলেন।