Tuesday, December 5, 2023
দেশ

CAA-এর অধীনে ৮ মাসে ভারতের নাগরিকত্ব পেয়েছেন ১,৭৩৯ জন, রিপোর্ট কেন্দ্রের

কলকাতা ট্রিবিউন ডেস্ক: সংশোধিত নাগরিকত্ব আইনের (CAA) অধীনে ৮ মাসে ১৭৩৯ জনকে ভারতের নাগরিকত্ব দেওয়া হয়েছে। শনিবার এক রিপোর্টে এমনটাই জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক (Home Ministry)।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, নাগরিকত্ব দেওয়ার প্রক্রিয়াটি পুরোপুরি ডিজিটাল করা হয়েছে। ভারতীয় নাগরিকদের জন্য সিএএ কার্যকরী হবে না। তাই এর ফলে ভারতীয়দের নাগরিকত্ব হারানোর কোনও প্রশ্নই ওঠে না।

রিপোর্টে ২০২২ সালের এপ্রিল থেকে ডিসেম্বর অবধি পরিসংখ্যান তুলে ধরা হয়েছে। তাতে বলা হয়েছে, ৯ মাসে ১৭৩৯ জনের হাতে ভারতীয় নাগরিকত্বের শংসাপত্র তুলে দেওয়া হয়েছে। এর মধ্যে ১৩৮৬ জনের নাগরিকত্ব দেওয়া হয়েছে আইনের সেকশন ৫-এর অধীনে। বাকি ৩৫৩ জনের নাগরিকত্ব দেওয়া হয়েছে সেকশন ৬ এর অধীনে। 

নাগরিকত্ব (সংশোধন) আইনে বলা হয়েছে, আফগানিস্তান, বাংলাদেশ বা পাকিস্তান থেকে হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি বা খ্রিস্টান সম্প্রদায়ের অভিবাসীদের ভারতের নাগরিকত্ব দেওয়া হবে যারা ৩১ ডিসেম্বর, ২০১৪ বা তার আগে ভারতে এসেছেন।