ইমামদের ভাতা ৩০০০ টাকা, মোয়াজ্জেমদের ২৫০০, পুরোহিতদের মাত্র ১৫০০ কেন? উঠছে প্রশ্ন
কলকাতা ট্রিবিউন ডেস্ক: সোমবার ইমাম-মোয়াজ্জেম-পুরোহিতদের ভাতা বাড়ানোর ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইমামদের মাসিক ভাতা ২৫০০ থেকে ৫০০ টাকা বাড়িয়ে তিন হাজার টাকা করা হচ্ছে। মোয়াজ্জেমদের ২০০০ থেকে বাড়িয়ে ২৫০০ টাকা করা হয়েছে। পুরোহিতদের ভাতা ১০০০ থেকে বাড়িয়ে ১৫০০ টাকা করা হয়েছে।
এরপরেই প্রশ্ন উঠছে ইমাম-মোয়াজ্জেমদের তুলনায় পুরোহিতদের ভাতা এত কম কেন? বিরোধীরা বরাবরই তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করে থাকে যে, ভোটব্যাঙ্কের জন্য মুসলিমদের তুষ্টিকরণের রাজনীতি করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির অভিযোগ, ‘মুসলিমদের উন্নতির জন্য নয়, তৃণমূল সরকার তাদের রাজনৈতিক উদ্দেশ্যেই ইমাম ভাতা চালু করেছে।’
এ প্রসঙ্গে বিজেপির বক্তব্য, ‘ওয়াকফ বোর্ড ভাতা দিক না। তাতে কোনও অসুবিধা নেই। সরকার সেখানে সহায়কের ভূমিকা পালন করতে পারে। কিন্তু কোনও বিশেষ ধর্মের জন্য সরকারি কোষাগার থেকে টাকা খরচ করাটা অসাংবিধানিক।’
উল্লেখ্য, রাজ্য সরকারের তথ্য অনুযায়ী, পশ্চিমবঙ্গে ৩০ হাজার ইমাম এবং ২০ হাজার মোয়াজ্জিন ভাতা পাচ্ছেন।
পাশাপাশি, সোমবার মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, ইমাম-মোয়াজ্জেম বা তাঁদের পরিবারের কোনও সদস্য ব্যবসা করে স্বনির্ভর হতে চাইলে ভবিষ্যৎ ক্রেডিট কার্ড প্রকল্পের আওতায় ৫ লাখ টাকা পর্যন্ত সরকারি গ্যারান্টিতে ঋণ দেওয়া হবে।