ঢেলে সাজানো হবে পশ্চিমবঙ্গের ৩৭টি স্টেশন, ‘অমৃত ভারত স্টেশন’ প্রকল্পের শিলান্যাস করলেন মোদী
কলকাতা ট্রিবিউন ডেস্ক: পশ্চিমবঙ্গ সহ গোটা ভারতের ৫০৮টি স্টেশনকে ঢেলে সাজানো হবে। এর মধ্যে পশ্চিমবঙ্গের ৩৭টি স্টেশন রয়েছে। অমৃত ভারত স্টেশন প্রকল্পের অধীনে কয়েকশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভার্চুয়ালি এই প্রকল্পের শিলান্যাস করলেন। ৫০৮টি স্টেশনকে ঢেলে সাজাতে খরচ হবে ২৪,৪৭০ কোটি টাকা।
জানা গেছে, এই প্রকল্পের অধীনে শিয়ালদহ ও হাওড়া ডিভিশন এবং উত্তরবঙ্গের মোট ৩৭টি স্টেশনকে আধুনিক রূপে গড়ে তোলা হবে।
বাংলার ৩৭টি স্টেশন হলো- শিয়ালদা, আলুয়াবাড়ি রোড জংশন, চাঁদপাড়া, শান্তিপুর, বেথুয়াডহরি, বহরমপুর, ব্যারাকপুর, কৃষ্ণনগর, অণ্ডাল, বিন্নাগুড়ি, বোলপুর, দলগাওঁ, ডালখোলা, ধূপগুড়ি, দিনহাটা, ফালাকাটা, হলদিবাড়ি, হাসিমারা, জলপাইগুড়ি, জলপাইগুড়ি রোড, কালিয়াগঞ্জ, কামাখ্যাগুড়ি, মালদা টাউন, নিউ আলিপুরদুয়ার, সামসি, পাণ্ডবেশ্বর, নিউ মাল জংশন, নিউ ফারাক্কা, শেওড়াফুলি, তারকেশ্বর, বর্ধমান, রামপুরহাট, অম্বিকা, কালনা, নবদ্বীপ, কাটোয়া এবং আজিমগঞ্জ স্টেশন।
শিয়ালদা স্টেশনকে অত্যাধুনিক করে তোলার জন্য ২৭ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। আসানসোলের জন্য ৪৩১ কোটি টাকা, মালদা টাউনের জন্য ৪৩ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। ২০২৪ সালের ৩১ মার্চের মধ্যে এই স্টেশন তৈরির প্রথম পর্যায়ের কাজ শেষ হবে।