Sunday, September 15, 2024
আন্তর্জাতিক

পাকিস্তান: স্কুলে মহাকর্ষ তত্ত্ব বোঝানোই কাল হলো শিক্ষক আব্দুল রউফের, ইসলাম অবমাননার অভিযোগে তাকে গুলি করে খুন

কলকাতা ট্রিবিউন ডেস্ক: স্কুলে মহাকর্ষ তত্ত্ব বোঝানোয় শিক্ষককে হত্যার ঘটনা ঘটেছে পাকিস্তানে। ওই শিক্ষকের বিরুদ্ধে ইসলাম অবমাননার অভিযোগ তোলা হয়। 

শনিবার দক্ষিণ বালোচিস্তানের কেচ জেলার তুরবত শহরের কাছে ওই শিক্ষকের উপর হামলা চালানো হয়। জানা গেছে, আব্দুল রউফ নামে ওই শিক্ষক উলেমাদের একটি জিরগায় (বৈঠক) যোগ দিতে যাচ্ছিলেন। সেখানে তিনি তার বিরুদ্ধে আনা অভিযোগের জবাবদিহি করতেই যাচ্ছিলেন। কিন্তু জবাবদিহির আগেই পথেই ইসলাম ধর্ম অবমাননার অভিযোগে তাকে গুলি করে হত্যা করা হয়। 

২২ বছর বয়সী আবদুল রউফ তুরবাত বিশ্ববিদ্যালয়ের পার-টাইমার শিক্ষক ছিলেন। সেখানে তিনি ইংরেজি শেখাতেন। পড়ুয়াদের পৃথিবীর মহাকর্ষ তত্ত্ব বোঝান তিনি।

মহাকর্ষ তত্বের বৈজ্ঞানিক ব্যাখ্যা পাকিস্তানি পড়ুয়াদের কাছে ইসলামের অবমাননা বলে মনে হয়। পড়ুয়ারা স্থানীয় উলেমাদের কাছে ধর্মীয় অবমাননার অভিযোগ তোলেন। উলেমারা জানান, তারা বিষয়টির সমাধান করবেন। ওই শিক্ষককে তার বক্তব্যকে বোঝানোর জন্য একটি মাদ্রাসায় অনুষ্ঠিত বৈঠকে যোগ দিতে বলেন। কিন্তু বৈঠকে যোগ দিয়ে জবাবদিহি করার আগেই হত্যা করা হয় শিক্ষক আব্দুল রউফকে। Dawn