Thursday, September 19, 2024
দেশ

ইন্ডিয়া জোটের প্রধানমন্ত্রী মুখ মমতা না‌কি রাহুল? কি বলছে জনতা?

কলকাতা ট্রিবিউন ডেস্ক: বছর ঘুরলেই লোকসভা ভোট। ইতিমধ্যেই দেশের সবগুলো রাজনৈতিক দল জোরকদমে প্রচার শুরু করে দিয়েছে। বিজেপিকে রুখতে ২৬টি বিরোধী দল মিলে I.N.D.I.A জোট গঠন করেছে। 

২০২৪ লোকসভা ভোটের ইন্ডিয়া জোটের প্রধানমন্ত্রী মুখ কে? যদি জোট জয়ী হয় তাহলে কে হবেন প্রধানমন্ত্রী? মমতা বন্দ্যোপাধ্যায় নাকি রাহুল গান্ধী? কি বলছে জনতা। ABP এবং সি ভোটারের এই সার্ভেতে উঠে এলো চমকপ্রদ রিপোর্ট। সমীক্ষায় অংশগ্রহণকারীদের প্রশ্ন করা হয় ইন্ডিয়া জোটের প্রধানমন্ত্রী হিসেবে আপনারা কাকে দেখতে চাইছেন?

সমীক্ষায় অংশ নেওয়া ৩৮ শতাংশ মানুষ রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রীর লড়াইয়ে দেখতে ইচ্ছুক। তবে, ৪১ শতাংশ মানুষ প্রধানমন্ত্রীর লড়াইয়ে রাহুল গান্ধীকে দেখতে আগ্রহী নয়। আবার ২১ শতাংশ এই প্রশ্নের কোনও জবাব দেননি। 

এদিকে, তৃণমূলের তরফে একাধিকবার মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী হিসেবে প্রজেক্ট করা হচ্ছে। কলকাতায় মমতার নামে বড় পোস্টার পড়েছে। সেখানে মমতাকেই ইন্ডিয়া জোটের প্রধানমন্ত্রী হিসেবে দেখা হচ্ছে। যদিও তৃণমূলের তরফে এ বিষয়ে কোনও সিলমোহর দেওয়া হয়নি।