পাকিস্তানের সেনাঘাঁটিতে আত্মঘাতী জঙ্গি হামলা, নিহত ৭ পাক সেনা
কলকাতা ট্রিবিউন ডেস্ক: পাকিস্তানের ফের জঙ্গি হামলার ঘটনা। শুক্রবার আফগানিস্তান সীমান্তঘেঁষা মির আলি জেলায় একটি সামরিক শিবিরে ভয়াবহ আত্মঘাতী হামলা। এতে নিহত হয়েছেন অন্তত ৭ জন পাকিস্তানি সেনা। আহত হয়েছেন আরও কয়েকজন। হামলার দায় স্বীকার করেছে তেহরিক-ই-তালিবান পাকিস্তান (TTP)। যারা ‘পাকিস্তানি তালিবান’ নামেও পরিচিত।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এক আত্মঘাতী জঙ্গি বিস্ফোরক বোঝাই একটি যান নিয়ে সরাসরি প্রবেশ করে সামরিক শিবিরের মূল গেটে। মুহূর্তের মধ্যেই প্রবল বিস্ফোরণে চারিদিক কেঁপে ওঠে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওয় দেখা গিয়েছে বিস্ফোরণের পর ঘন ধোঁয়ার স্তম্ভ উঠে যাচ্ছে পাকিস্তান সেনার ক্যাম্প থেকে।
২০০৭ সালে পাকিস্তানি সেনার অভিযানে আল-কায়েদা ঘনিষ্ঠ গোষ্ঠীগুলির বিরুদ্ধে লড়াই শুরু হলে, একাধিক জঙ্গি সংগঠন একজোট হয়ে গঠন করেছিল TTP। তারপর থেকেই তারা পাকিস্তানের নিরাপত্তা বাহিনী ও সরকারি স্থাপনায় একাধিক আত্মঘাতী হামলার সঙ্গে জড়িত।
বিশেষজ্ঞদের মতে, সাম্প্রতিক এই হামলা শুধু পাকিস্তানের অভ্যন্তরীণ নিরাপত্তা নয়, বরং ইসলামাবাদ ও কাবুলের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার ইঙ্গিত বহন করছে। কারণ পাকিস্তান বরাবরই অভিযোগ করে এসেছে, আফগান সীমান্তবর্তী অঞ্চলে তালিবান সরকারের প্রশ্রয়ে থাকা জঙ্গিরা পাকিস্তানের অভ্যন্তরে হামলা চালাচ্ছে।
মাত্র দুই দিন আগেই সীমান্তে ভয়াবহ সংঘর্ষ ঘটে। এরপর যুদ্ধবিরতি ঘোষণা হয়। কিন্তু এই আত্মঘাতী হামলার পর সেই যুদ্ধবিরতি কতটা টেকে, তা নিয়েই প্রশ্ন উঠছে। বিশ্লেষকদের মতে, এই হামলা ইসলামাবাদ ও কাবুলের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও তলানিতে ঠেলে দিতে পারে।


