Sunday, December 14, 2025
Latestআন্তর্জাতিক

Osman Hadi: ভারতের ‘বিকৃত মানচিত্র’ পোস্ট, গুলিবিদ্ধ বাংলাদেশের ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ভারতের ‘বিকৃত ম্যাপ’ পোস্ট করার পরেই গুলিবিদ্ধ বাংলাদেশের ছাত্রনেতা। গুলিবিদ্ধ ওসমান হাদি ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী বলে জানা গেছে।

বর্তমানে ওসমান হাদির শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় রয়েছে। তার মাথায় গুরুতর আঘাতের ফলে মস্তিষ্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ব্রেন স্টেম ক্ষতিগ্রস্ত হয়েছে। 

জানা গেছে, গুলিবিদ্ধ হওয়ার কয়েক ঘণ্টা আগে ওসমান হাদি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতের ‘বিকৃত ম্যাপ’ পোস্ট করেছিলেন। শুধু তাই নয়, হাসিনা সরকারের পতনের পর একাধিক জনসভায় ওসমান স্লোগান তুলেছিলেন ‘দিল্লি না ঢাকা…’। 

গত ১২ ডিসেম্বর গুলিবিদ্ধ হন ওসমান। গুলিবিদ্ধ হওয়ার কয়েক ঘণ্টা আগেই ওসমান ভারতের বিকৃত একটি মানচিত্র পোস্ট করেছিলেন ফেসবুকে। ওই পোস্টে ভারতের থেকে পাঞ্জাব, লাদাখ এবং জম্মু ও কাশ্মীরকে বিচ্ছিন্ন দেখানো হয়েছিল। সেগুলোকে পাকিস্তানের এলাকা হিসেবে দেখানো হয় মানচিত্রে।

মানচিত্রে পশ্চিমবঙ্গ, বিহারের অধিকাংশ এলাকা, গোটা ঝাড়খণ্ড, উত্তরপূর্ব ভারত এবং মায়ানমারের আরাকান প্রদেশের উপকূলীয় অঞ্চলকে ‘বৃহত্তর বাংলাদেশ’-এর অংশ হিসেবে দেখানো হয়েছিল।

ওই পোস্টের কয়েক ঘণ্টা পর শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুর ২টার দিকে বিজয়নগরের পানির ট্যাংকির সামনে রিকশায় চলার সময় মোটরসাইকেলে আসা দুজন দুর্বৃত্ত খুব কাছ থেকে ওসমানকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে এভারকেয়ারে স্থানান্তরিত করা হয়।

চিকিৎসক বলেন, ডান দিক দিয়ে গুলি ঢুকে বাম কানের পাশ দিয়ে বেরিয়ে গেছে। গুলির কিছু অংশ এখনও মস্তিষ্কে রয়ে গেছে।

এই হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মহম্মদ ইউনূস। আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি।